Book Name:Khai Walon Ka Waqia
সাপ্তাহিক ইজতিমার হালকার সিডিউল ২৮ নভেম্বর ২০২৪ইং
(১) সুন্নাত ও আদব শিখা: ৫ মিনিট (২) দোয়া মুখস্ত করানো ৫ মিনিট, (৩) যাচাই: ৫ মিনিট, সর্বমোট ১৫ মিনিট
সফরের অবশিষ্ট সুন্নাত ও আদব
* আয়না, সুরমা, চিরুনী, মিসওয়াক সঙ্গে রাখুন, কেননা এটা সুন্নাত। (বাহারে শরীয়ত, ১/১০৫১, অংশ ৬) * রাস্তায় উপরের দিকে চড়তে বা সিঁড়িতে
চড়ার সময়, বাস ইত্যাদি যখন রাস্তার
উঁচু দিকে উঠে, তখন “اَللّٰہُ اَکْبَر" এবং সিঁড়ি
বা নিচের দিকে নামার সময় " سُبْحَانَ الله" বলুন।
* গন্তব্যে নামার সময় এটি পাঠ করুন:
اَعُوْذُ
بِکَلِمَاتِ اللّٰہِ التَّامَّاتِ مِنْ شَرِّمَا خَلَق ط অনুবাদ: আমি আল্লাহ পাকের পূর্ণ বাণীর মাধ্যমে সমস্ত
সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। اِنْ شَآءَ
الله প্রত্যেক
ক্ষতি থেকে বেঁচে থাকবে।
(আল হিসনুল
হাসীন, পৃষ্ঠা ৮২) * সফরের সময় নামাযে
কখনো যেনো অলসতা না হয়। * রাস্তায় বাস নষ্ট হয়ে গেলে
ড্রাইভার বা বাসের মালিককে গালিগালাজ করে বা অভিযোগ করে নিজের আখিরাতের ক্ষতি করার
পরিবর্তে, ধৈর্য ধারন করুন এবং জান্নাত
লাভের আশায় যিকির ও দরুদ পড়ায় লিপ্ত হয়ে যান। * ভিড়ের সময় যদি কোনো দুর্বল বা রোগীকে
দেখেন, তবে সাওয়াবের নিয়্যতে তাকে
বাসে জোড়পূর্বক নিজের আসন প্রদান করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী “দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া” মুখস্ত করানো হবে। দোয়াটি হলো:
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
(পারা ২, সুরা বাকারা, আয়াত ২০১)
অনুবাদ: হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করো এবং আমাদেরকে আখিরাতে(ও) কল্যাণ দান করো এবং আমাদেরকে দোজখের আযাব থেকে রক্ষা করো। (ফাযায়িলে দোয়া, পৃষ্ঠা ২৪৬)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।
(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।
১. আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো।