Book Name:Khai Walon Ka Waqia
নেক আমল নম্বর ১৮ এর উৎসাহ প্রদান
প্রিয়
ইসলামী ভাইয়েরা! নিজের ঈমানের নিরাপত্তা, নেক আমল করা এবং গুনাহ থেকে বাঁচার জন্য আশিকানে রাসূলের
দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন, ১২টি দ্বীনি কাজে স্বতঃস্ফূর্তভাবে
অংশ নিন। اِنْ
شَآءَ الله খোদাভীতি
এবং ইশকে রাসুল নসীব হবে,
আল্লাহ পাকের
ভালোবাসা অর্জিত হবে এবং দ্বীন ও দুনিয়ার অসংখ্য কল্যাণ লাভ হবে। اَلْحَمْدُ
لِلّٰه শায়খে
তরিকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী
دَامَتْ
بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আমাদের
সংশোধনের জন্য "৭২টি নেক আমল" নামে একটি পুস্তিকা প্রদান করেছেন, যাতে অনেক নেক আমল প্রশ্ন-উত্তর
আকারে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি নেক আমল নম্বর ১৮ হল: "আপনি কি আজ প্রাপ্তবয়ষ্কদের
মাদরাসাতুল মদীনায় কোরআন পড়েছেন বা পড়িয়েছেন?" এই নেক আমলের বরকতে আমরা নিজেদের কোরআন পড়া শিখতে পারি এবং
অন্যদেরও পড়াতে পারি। কোরআন শেখা ও শেখানো একটি অত্যন্ত সাওয়াবের কাজ, যেমন হাদীসে এসেছে: "তোমাদের
মধ্যে উত্তম সেই ব্যক্তি,
যে কোরআন
শিখে এবং অন্যদের শেখায়।" (বুখারী, ৩/৪১০, হাদীস
৫০২৭)
তাই আমাদের উচিত প্রাপ্তবয়ষ্কদের মাদরাসাতুল মদীনায় পড়া এবং যদি কোরআন জানা থাকে, তবে অন্যদের পড়ান এবং প্রচুর সাওয়াব
অর্জন করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সফরের সুন্নাত ও আদব
প্রিয়
ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মওলানা মুহাম্মদ ইলইয়াস
আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর "আবু জাহেলের মৃত্যু" পুস্তিকার ২১নং
পৃষ্ঠা থেকে সফরের সুন্নাত ও আদব শোনার সৌভাগ্য লাভ করি। * যখন সফর করবে, তখন উত্তম হলো, সোমবার,
বৃহস্পতিবার বা শনিবার সফর করা। (ফাতোওয়ায়ে রযবীয়্যা, ২৩/৪০০) * প্রিয় নবী صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত
জুবায়র বিন মুতইম رَضِیَ اللهُ عَنْہُ কে সফরে তার সঙ্গীদের চেয়ে বেশি সমৃদ্ধ থাকার জন্য
সফরের পূর্বে এই ওযিফা পড়তে ইরশাদ করেন: (১) সূরা কাফিরুন,
(২) সূরা
নাসর, (৩) সূরা ইখলাস, (৪) সূরা ফালাক, (৫) সূরা নাস। প্রতিটি সূরা একবার
এবং প্রতিটির শুরুতে بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ এবং শেষেও একবার সম্পূর্ণ
بِسْمِ
اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ পাঠ
করে নিন (এভাবে সূরা পাঁচটি হবে এবং بِسْمِ الله শরীফ ছয়বার হবে) হযরত জুবায়র বিন মুতইম رَضِیَ اللهُ
عَنْہُ বলেন:
আমি তো ধনী ছিলাম কিন্তু যখন সফরে যেতাম তখন (সব সঙ্গীদের থেকে আমি বেশি) কষ্টে পড়ে
যেতাম, যখন থেকে এই সূরাগুলি সফরের
আগে পড়তে শুরু করেছি,
এর বরকতে
ফিরে আসা পর্যন্ত সমৃদ্ধ ও ধনীই রইলাম। (আবু ইয়ালা, ৬/২৬৫, হাদীস: ৭৩৮২)