Book Name:Khai Walon Ka Waqia
কালেমা পড়ি, আল্লাহ পাকের সামনে মাথা নত করি, তাঁর ইবাদত করি, তবুও কেন আমরা পরীক্ষার সম্মুখিন হই, মুসলমানদের মধ্যে দারিদ্র্যতাও রয়েছে, অভাবও রয়েছে, পরীক্ষাও রয়েছে, এই মুহুর্তে সারা পৃথিবীতে মুসলমানরা বিভিন্ন ধরনের বিপদেরও শিকার রয়েছে, অথচ অমুসলিমদের অবস্থা আমাদের চেয়ে অনেক ভালো, তারা ধনীও, তাদের বড় বড় বিল্ডিংও রয়েছে, তাদের মধ্যে সমৃদ্ধিও আছে, সবকিছুই রয়েছে। কেন এমনটা হয়? এর খুবই সহজ উত্তর রয়েছে, হাদীস শরীফে ইরশাদ করা হয়েছে: الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِن وَ جَنَّةُ الْكَافِر দুনিয়া মুসলমানের জন্য জেলখানা এবং অমুসলিমের জন্য জান্নাত।
(মুসলিম, কিতাবুয যুহুদ ওয়ার রিকাক, পৃষ্ঠা ১১৩৩, হাদীস ২৯৫৬)
এবার নিজেই চিন্তা করুন: জেলখানায় কী হয়? পরীক্ষা, কষ্ট, অভাবই তো হয়ে থাকে। অতএব আমরা মুসলমান, তো এই পৃথিবীতে আমাদের উপর পরীক্ষা আসবেই আসবে।
লোকেরা মুসলমান হওয়াকে সহজ মনে করে
আল্লাহ পাক কোরআন মজীদে ইরশাদ করেন:
اَحَسِبَ النَّاسُ اَنْ یُّتْرَکُوْۤا اَنْ یَّقُوْلُوْۤا اٰمَنَّا وَ ھُمْ لَا یُفْتَنُوْنَ (۲)
(পারা: ২০, সূরা আনকাবুত: আয়াত ২) কানযুল ঈমান থেকে অনুবাদ: লোকেরা কি এ অহঙ্কারের মধ্যে রয়েছে যে, এতটুকু কথার উপর তাদেরকে ছেড়ে দেওয়া হবে যে, তারা বলবে, ‘আমরা ঈমান এনেছি’। তাদেরকে পরীক্ষা করা হবে না?
তাফসীরে সিরাতুল জিনানে রয়েছে: জানা গেলো যে, মুসলমানদেরকে তাদের ঈমানী শক্তি অনুযায়ী পরীক্ষা নেয়া, আল্লাহ পাকের একটি নিয়ম। অসুস্থতা, দারিদ্রতা, অভাব, বিপদ, এ সবই আল্লাহ পাকের পক্ষ থেকে আসা পরীক্ষা, যার মাধ্যমে মুখলিস ও মুনাফিকদের মধ্যে পার্থক্য হয়ে যায়।
(তাফসীরে সীরাতুল জিনান, পারা ২০, সূরা আনকাবুত, ২নং আয়াতের পাদটীকা, ৭/৩৪২)
হযরত আনাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: বড় সাওয়াব, বড় বিপদের সঙ্গে থাকে আর যখন আল্লাহ পাক কোনো জাতিকে ভালোবাসেন, তখন তাদেরকে পরীক্ষায় লিপ্ত করেন, ব্যস যে ব্যক্তি এতে সন্তুষ্ট থাকে, তার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি আর যে অসন্তুষ্ট হয়, তার জন্য অসন্তুষ্টি। (ইবনে মাজাহ, কিতাবুল ফিতন, পৃষ্ঠা ৬৫১, হাদীস ৪০৩১)
পরীক্ষা আসাও রহমত স্বরূপ
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই পর্যায়ে একটি ব্যাখ্যা করে দিই: দুনিয়ায় ঈমানদারদের উপর যে সব কষ্ট ও পরীক্ষা আসে, তাও মূলত আল্লাহ পাকের রহমত স্বরূপ। এই ব্যাপারে একটি ঈমান উদ্দীপক বর্ণনা শুনুন! বর্ণিত আছে: দুইজন ফেরেশতা ছিলো, একজন আকাশ থেকে পৃথিবীর দিকে আসছিলো, আরেকজন পৃথিবী থেকে আকাশের দিকে যাচ্ছিলো। দু'জনের মধ্যে সাক্ষাৎ হলো। এক ফেরেশতা আরেকজনকে জিজ্ঞাসা করলো: আপনি কোথা থেকে আসছেন? অন্যজন বললো: অমুক শহরে একজন অমুসলিম বাস করে, সে খুবই অসুস্থ ছিল, তার মৃত্যুর সময় প্রায় ঘনিয়ে এসেছিল। এই অমুসলিম যত ভালো কাজ করেছে, তার সব প্রতিদান দুনিয়ায়