Khai Walon Ka Waqia

Book Name:Khai Walon Ka Waqia

দেয়া হয় বা তলোয়ার দ্বারা আঘাত করা হয়, তাকে পানিতে ডুবিয়ে দেয়া হয় বা আগুনের শিখায় নিক্ষেপ করা হয়, সর্বাবস্থায়, প্রতিটি পরিস্থিতিতে অটলতার পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকে।

 صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

(২) কষ্ট দিবেন না!

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা কুণ্ড-অধিপতিদের ঘটনা শুনেছি, এই কোরআনী ঘটনা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা শিক্ষা পাই, তা হলো আল্লাহ পাক কোরআনে পাকেই উল্লেখ করেছেন, ইরশাদ হচ্ছে:

اِنَّ  الَّذِیْنَ فَتَنُوا الْمُؤْمِنِیْنَ وَ الْمُؤْمِنٰتِ ثُمَّ  لَمْ یَتُوْبُوْا فَلَہُمْ عَذَابُ جَہَنَّمَ وَ لَہُمْ عَذَابُ الْحَرِیْقِ (ؕ۱۰)

(পারা ৩০, সূরা বুরূজ, আয়াত ১০)                   কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় যারা মুসলমান পুরুষদের ও মুসলমান নারীদেরকে কষ্ট দিয়েছে অতঃপর তাওবা করে নি, তাদের জন্য জাহান্নামের শাস্তি ও তাদের জন্য আগুনের শাস্তি।

 

          জানা গেলো; মুসলমানকে কষ্ট দেয়া খুবই কঠিন গুনাহ এবং ভয়ঙ্কর অপরাধ, এর শাস্তি খুবই মারাত্মক। দেখুন! যেই বাদশাহ নিজেকে খোদা দাবী করতো, সে মুসলমানদের অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, তাদেরকে আগুনে পুড়িয়েছে, এর ফলস্বরূপ কী ঘটলো...? আল্লাহ পাকের গযবে জোয়ার উঠলো এবং বাদশাহ ও তার সৈন্যরা নিজেদের জ্বালানো আগুনে পুড়ে ছাই হয়ে গেলো

          اَلْاَ مَانُ وَ الْحَفِيْظ আল্লাহ পাক আমাদেরকে এমন বিপজ্জনক অপরাধ এবং এমন ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা করুন।

 

          হে আশিকানে রাসূল! খুব দুঃখজনক বিষয় যে, আজকাল মুসলমানদের কষ্ট দেয়াকে খুবই নগন্য মনে করা হচ্ছে, মানুষ নিদ্বিধায় অন্যকে কষ্ট দেয় এবং একদমই ভয় পায় না। * কেউ চুগলী করে অন্যকে কষ্ট দেয়, * কেউ গালি দিয়ে হৃদয় ভাঙে, * অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে, * নির্দোষ এবং অস্থানে রাগ ঝেড়ে, * মেরে, * মারিয়ে * মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে * ওজনে কম দিয়ে
* সম্পদ লুটপাট করে, * ঠাট্টা করে, * উপহাসের তীর বর্ষণ করে, * ফ্রাঙ্কের নামে অন্যের আত্মসম্মান নষ্ট করে, * সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করে এবং * কে জানে কী কীভাবে অন্যদের কষ্ট দিচ্ছে। আর এর চেয়েও বিপজ্জনক বিষয় হলো, অন্যকে কষ্ট দিয়ে মানুষ আনন্দিত হয়, নিজেকে বাহাদুর মনে করে, অন্যকে ধোকা দেয়াকে নিজের চতুরতা মনে করে, তাই তারা না তাওবা করে, না নিজেদের আখিরাতের কথা ভাবে

 

খারাপ এবং ভাল ব্যক্তির পরিচয়

          একবার রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان কে ইরশাদ করলেন: আমি কি তোমাদের ভাল এবং খারাপ ব্যক্তি সম্পর্কে জানাবো না? একজন আরয করলো: জি হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমাদেরকে আমাদের খারাপ এবং ভালদের সম্পর্কে জানান! ইরশাদ করলেন: তোমাদের মধ্যে ভাল হলো সেই ব্যক্তি, যার নিকট