Jannat Mein Aaqa Ka Parosi

Book Name:Jannat Mein Aaqa Ka Parosi

() বড়দের সম্মান ছোটদের স্নেহ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! জান্নাতে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিবেশীত্ব প্রদানকারী একটি নেক আমল হলো বড়দের সম্মান করা এবং ছোটদের প্রতি মমতা যেমনটি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত আনাস رَضِیَ اللهُ عَنْہُ কে উপদেশ স্বরূপ ইরশাদ করেন: হে আনাস! বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করো,এভাবে তুমি জান্নাতে আমার সঙ্গ পেয়ে যাবে

(শুয়াবুল ঈমান, ৭/৪৫৮, হাদীস: ১০৯৮১)

 

কাকে সম্মান করা জরুরী?

          বড়দের সম্মান ও শ্রদ্ধা করা মুক্তি ও জান্নাতে সর্বশেষ নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নৈকট্য পাওয়ার মাধ্যম তাই আমাদের উচিত যে, যারা জ্ঞান, বয়স, পদবী এবং ক্ষমতায় আমাদের চেয়ে বড়, তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা আর আমাদের বড়দের মধ্যে বাবা-মা, চাচা-জেঠা, খালা, মামা, বড় ভাই-বোন, অন্যান্য আত্মীয়স্বজন, শিক্ষক, পীর ‍মুর্শিদ, ওলামা ও মাশায়িক ইত্যাদি সবাই অন্তর্ভুক্ত আর যারা বয়স ও মর্যাদায় ছোট, তাদের প্রতি দয়া ও ভালোবাসাপূর্ণ আচরণ করা 

 

সম্মান কিভাবে করে?

          সামাজিক জীবনে (Social Life) আমাদের বড়দের সাথে মেলামেশা হয়ে থাকেই, তাই জরুরী যে, আমরা সব ক্ষেত্রে তাদের সম্মান ও শ্রদ্ধার প্রতি খেয়াল রাখবো, একবার প্রিয় নবীর দরবারে হযরত মুহাইয়িসা رَضِیَ اللهُ عَنْہُ এর উপস্থিতিতে হযরত আবদুর রহমান বিন সাহাল
رَضِیَ اللهُ عَنْہُ (যিনি বয়সে ছোট ছিলেন) কথা বলার চেষ্টা করলেন তখন রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে বড়দের আদব শিক্ষা দিতে গিয়ে ইরশাদ করেন: বড়কে কথা বলতে দাও। (বুখারী, ৮১৪ পৃষ্ঠা, হাদীস: ৩১৭৩)

 

                                                سُبْحٰنَ الله! এটি আদবের শিক্ষা যে, যখন বড়রা কথা বলবে, তখন ছোটদের চুপ থাকা উচিত অনুরূপভাবে আমাদের উচিত যে, সব ক্ষেত্রে বড়দের সম্মান করা।  যেমন: * খাবার খাওয়ার সময় তাদের আগে খাওয়া শুরু না করা। * মজলিশে তাদের আগে কথা না বলা * তাদের সামনে না হাঁটা * তাদের নাম ধরে না ডাকা, বরং আদব সহকারে সম্বোধন করা * তাদের সামনে কণ্ঠস্বর উঁচু না করা * তাদের মতামতকে সম্মান করা * তাদের পরামর্শকে গুরুত্ব সহকারে নেয়া, মোট কথা সব ক্ষেত্রে বড়দেরকে বড় ভাবুন, সর্বদা তাদেরকে অগ্রগামী (অর্থাৎ আগে আগে) রাখুন 

(৫) সুন্নাতের উপর আমল

          প্রিয় ইসলামী ভাইয়েরা! জান্নাতে প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিবেশীত্ব প্রদানকারী একটি নেক আমল হলো প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর সুন্নাতের উপর আমল করা। হাদীসে পাকে রয়েছে: রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত