Book Name:Jannat Mein Aaqa Ka Parosi
মীমাংসা করিয়ে দেয়া। (আত তারগীব ওয়াত তারহীব ৩/৩২১, হাদীস: ৬) * উত্তম চরিত্র ও উত্তম আমলের মধ্যে মানুষের মাঝে সমঝোতা করিয়ে দেয়াও অন্তর্ভূক্ত। (ইহইয়াউল উলুম, ২/১২৬৬) নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: মুসলমানদের মাঝে সমঝোতা করিয়ে দেয়া জায়িয কিন্তু ঐ সমঝোতা (জায়িয নয়) যা হারামকে হালাল করে দেয় বা হালালকে হারাম করে দেয়। (আবু দাউদ, ৩/৪২৫, হাদীস: ৩৫৯৪) যেমন; স্বামী-স্ত্রীর মধ্যে এভাবে সমঝোতা করা যে, স্বামী ঐ নারীর সতিন (তার দ্বিতীয় স্ত্রীর) কাছে যাবে না অথবা মুসলিম ঋণগ্রস্ত এই পরিমাণ মদ ও সুদ তার অমুসলিম ঋণদাতাকে দিয়ে দিবে। প্রথম অবস্থায় হালালকে হারাম করা হয়েছে, দ্বিতীয় অবস্থায় হারামকে হালাল করা হয়েছে, এ ধরনের মীমাংসা করানো হারাম যা ভঙ্গ করা ওয়াজিব।
(মিরআতুল মানাজীহ, ৪/৩০৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
* তেল লাগানোর সময়কার দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী তেল লাগানোর সময়কার দোয়া মুখস্ত করানো হবে। দোয়াটি হলো:
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
অনুবাদ: আল্লাহ পাকের নামে আরম্ভ করছি যিনি পরম দয়ালু ও করুণাময়। (মাদানী পাঞ্জেসূরা, পৃষ্ঠা ১৯৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।
(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।
১. আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো।
২. যে সকল নেক আমলের উপর আমল হয়েছে, তার জন্য আল্লাহ পাকের হামদ (শুকরিয়া আদায়) করবো।
৩. যার উপর আমল হয় নি, তার জন্য অনুতাপ এবং ভবিষ্যতে আমল করার চেষ্টা করবো।
৪. গুনাহ থেকে বিরতকারী কোনো নেক আমলের উপর (আল্লাহ না করুক) আমল না হলে, তবে তাওবা ও ইস্তিগফার করার পাশাপাশি ভবিষ্যতে গুনাহ না করার সংকল্প করবো।
৫. বিনা প্রয়োজনে নিজের নেকী (যেমন; অমুক অমুক বা এতগুলো নেক কাজের উপর আমল করেছি) প্রকাশ করবো না।
৬. যে সকল নেক আমলের উপর পরে আমল করা যাবে (যেমন; আজ ৩১৩ বার দরূদ শরীফ পড়া হয়নি) তবে পরে অথবা কাল আমল করবো।