Jannat Mein Aaqa Ka Parosi

Book Name:Jannat Mein Aaqa Ka Parosi

আনাস رَضِیَ اللهُ عَنْہُ কে ইরশাদ করেন: বৎস! যদি সম্ভব হয়, তাহলে তোমার সকাল ও সন্ধ্যা এমনভাবে কাটাও যাতে তোমার হৃদয়ে কারো প্রতি বিদ্ধেষ না থাকে। অতঃপর তিনি ইরশাদ করেন: ذٰلِكَ مِنْ سُنَّتِيْ এটাই আমার সুন্নাত, وَمَنْ اَحْيَا سُنَّتِيْ فَقَدْ اَحَبَّنِيْ، وَمَنْ اَحَبَّنِيْ كَانَ مَعِيَ فِي الْجَنَّةِ অর্থাৎ যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। (মিশকাতুল মাসাবীহ, ১/৫৫, হাদীস: ১৭৫)

          হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: "তোমার হৃদয়ে কারো প্রতি বিদ্ধেষ না থাকে" এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন: অর্থাৎ মুসলমান ভাইয়ের প্রতি দুনিয়াবী ব্যাপারে মন পরিষ্কার থাকা, হৃদয় বিদ্ধেষ থেকে মুক্ত থাকা, তখনই এতে মদীনার আলো আসবে ঝাপসা আয়না ও কলুষিত হৃদয় সম্মানের যোগ্য নয়

          তিনি আরও বলেন: যেভাবে আমলের ক্ষেত্রে সুন্নাতের অনুসরণ করা সাওয়াবের উপলক্ষ্য হয়, তেমনি হৃদয়কে পরিষ্কার রাখা,  উত্তম চরিত্র হওয়াও সুন্নাত যার মাধ্যমে রাসুলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم র নৈকট্য লাভ হবে। আফসোস যে, অধিকাংশ লোক এখানেই পিছলে যায় সুন্নাতের অনুসরণের দাবী করে কিন্তু হৃদয় বিদ্ধেষে ভরা থাকে। আল্লাহ পাক আমাদের এই সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করো (মিরআতুল মানাজীহ, /১৭২) আল্লাহ পাক আমাদের সুন্নাতের অনুসরণ করাসুন্নাত প্রচারের তৌফিক দান করো اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

১২টি দ্বীনি কাজের একটি দ্বীনি কাজ:

তাফসীর শোনা শুনানোর হালকা

          হে আশিকানে রাসূল! অন্তরে রাসূলের ভালোবাসা বাড়াতে, সুন্নাতের ওপর চলতে এবং নেক নামাযী হওয়ার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত (Linkup) হয়ে যান! ১২টি দ্বীনি কাজেও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিন!
اِنْ شَآءَ الله দ্বীন ও দুনিয়ার অসংখ্য বরকত লাভ হবে। ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি কাজ হলো: তাফসীর শোনা ও শোনানোর হালকা, যাতে কুরআন শরীফের ৩টি আয়াত * অনুবাদ এবং (খাযাইনুল ইরফান বা সীরাতুল জীনান) তাফসীর শোনা, শোনানোয়ে থাকে * ফয়যানে সুন্নাত থেকে দরস হয়ে থাকে, * শাজারাহ শরীফ পড়া হয়, * দোয়া হয় * এবং শেষে ইশরাক ও চাশতের নফল নামায আদায় করা হয় * আপনারাও এই দ্বীনি কাজে অংশ নিন! اِنْ شَآءَ الله অনেক বরকত লাভ হবে * হাদীসে পাক অনুযায়ী যে ব্যক্তি সকালে মসজিদে নেকী শেখার জন্য যায়, তাকে ওমরার সাওয়াব দেওয়া হয় (মুসতাদরাক, ১/২৮১, হাদীস: ৩১৭) * সকালের সময় নেকীর কাজে অতিবাহিত হয়ে, তাহলে বরকত অর্জিত হবে * সারা দিন ভালো কাটবে, * সকাল সকাল ইলমে দ্বীন শেখার সুযোগ নসীব হবে * শাজারাহ শরীফের মাধ্যমে নেককার বান্দাদের আলোচনা হবে, * তাদের ভালোবাসা হৃদয়ে গেঁথে যাবে। * আউলিয়ায়ে কিরামে রূহানী দৃষ্টি লাভ হবে, * ঈমান সতেজ হবে। * তাঁদের ওসিলায় করা দোয়া اِنْ شَآءَ الله কবুল হবে। * একটি