Jannat Mein Aaqa Ka Parosi

Book Name:Jannat Mein Aaqa Ka Parosi

চাও, যা বনী ইসরাঈলের বৃদ্ধা চেয়েছিলো, বরং একটি বর্ণনায় নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَعَجَزْتُمْ اَنْ تَکُوْنُوْا مِثْلَ عَجُوْزِ بَنِیْ اِسْرَائِیْل অর্থাৎ তোমরা কি এটা করতে পারছো না যে, যেনো বনী ইসরাঈলের বৃদ্ধার মতো হয়ে যাও! (সহীহ ইবনে হাব্বান, ৩০৩ পৃষ্ঠা, হাদীস: ৭২৩)

          অর্থাৎ যেভাবে বনী ইসরাঈলের বৃদ্ধা জান্নাতে তাঁর নবী হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর প্রতিবেশীত্ব চেয়েছিলেন, তেমনি যখন চাওয়ার সুযোগ হবে, তখন তোমরাও জান্নাতে আপ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিবেশীত্ব প্রার্থনা করো!

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

প্রিয় নবীর প্রতিবেশী বানানোর আমল

          প্রিয় ইসলামী ভাইয়েরা! শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: জান্নাতে প্রিয় নবীর প্রতিবেশী হওয়া কেবল ইচ্ছাতেই যথেষ্ট নয়, বান্দার উচিত যে, এর জন্য মাধ্যমও গ্রহণ করা, অর্থাৎ উত্তম নেকী ও ইবাদত করার মাধ্যমে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নৈকট্য লাভ করা(লামআতুত তানকীহ, ৩/৩১, ৮৯৬নং হাদীসের পাদটীকা) হযরত রাবিয়াহ আসলামী رَضِیَ اللهُ عَنْہُ      এর ঘটনার প্রতি গভীর মনোযোগ দিন! তিনি জান্নাতে প্রিয় নবীর প্রতিবেশীত্ব প্রার্থনা করেছিলেন, তখন রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে অধিক হারে সিজদা করার শিক্ষা দিয়েছিলেন।  

 

() অধিক হারে সিজদা করা

          এ থেকে জানা গেলো যে, অধিক হারে সিজদা করা জান্নাতে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিবেশিত্ব প্রদানকারী আমল।

                                                سُبْحٰنَ الله! কতো সহজ আমল, অধিক হারে সিজদা করা, আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায (ফরয, সুন্নাত ও নফল ইত্যাদি সহ সম্পূর্ণ) আদায় করলে তবে ৪৮ রাকাত হয়, প্রত্যেক রাকাতে ২টি করে সিজদা, মোট ৯৬টি সিজদা হয়ে গেলো, সাথে তাহাজ্জুদের বেশি নয় তো ২ রাকাত যোগ করে নিন! তাহলে ১০০টি সিজদা হয়ে গেলো, শরাক চাশতের কমপক্ষে আরো ৪ রাকাত যোগ করুন! ১০৮টি সিজদা হয়ে গেলো,
৬ রাকাত আওয়াবীনের নফল যোগ করে নিন! মোট ১২০টি সিজদা হয়ে গেলো, ২ রাকাত সালাতুত তওবা পড়ুন! দিনে কোন এক ওয়াক্তে তাহিয়্যাতুল ওযু পড়ে নিন! তাহিয়্যাতুল মসজিদেরও ২ রাকাত নফল পড়ে নিন! এবার মোট সিজদা ১৩২টি হয়ে গেলো, কুরআনে করীমে ১৪টি সিজদার আয়াত রয়েছে, এই ১৪টি আয়াত পড়ে ১৪টি সিজদা করি, তবে আমাদের সকল ইচ্ছা পূরণ হবে, দ্বীন ও দুনিয়া সকল চাহিদা পূরণ হওয়ার অনন্য অযিফা (রদ্দুল মুহতার, ২/৭১৯) আনুমানিক ১০ থেকে ১২ মিনিট লাগে, সিজদার আয়াত পড়ে ১৪টি সিজদা করে নিন! এভাবে মোট ১৪৬টি সিজদা হয়ে গেলো, যা আমরা একদিনে খুব সহজেই করতে পারি।