Jannat Mein Aaqa Ka Parosi

Book Name:Jannat Mein Aaqa Ka Parosi

(৩) এতিমদের লালন পালন

          প্রিয় ইসলামী ভাইয়েরা! জান্নাতে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিবেশীত্ব প্রদানকারী তৃতীয় আমল  হলো: তিমের লালন পালন করা। জান্নাত বন্টনকারী আক্বা, মাহবুবে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে তিনজন এতিমের ভরণপোষণ করলো, সে রাতের বেলা ইবাদতকারী, দিনের বেলা রোযাদার এবং সকাল ও সন্ধ্যা আল্লাহ পাকের পথে জিহাদকারীর ন্যায়, আমি এবং সে জান্নাতে এভাবেএকসঙ্গে থাকব, যেমনটি এই দুটি আঙ্গুল, অতঃপর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শাহাদাত ও মধ্যমা আঙুল একসঙ্গে মেলালেন (ইবনে মাজাহ, ৫৯৩ পৃষ্ঠা, হাদীস: ৩৬৮০)

          বুখারী শরীফের হাদীসে পাকে শুধু একজন তিমের লালন পালনে এই সুসংবাদ দেওয়া হয়েছে। তবে! এই বর্ণনায় সামান্য পার্থক্য এটা রয়েছে যে, যখন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর শাহাদাত ও মধ্যম আঙুল দিয়ে ইশারা করেছিলেন, তখন উভয় আঙুলের মাঝে কিছুটা দূরত্ব রেখেছিলেন। (বুখারী, ১৩৬১ পৃষ্ঠা, হাদীস: ৫৩০৪)

                                                سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! কেমন শান!! তিম শিশুদের লালন পালন করুন! তাদের দেখাশোনা করুন! اِنْ شَآءَ الله জান্নাতে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিবেশীত্ব নসীব হবে।  যদি আমরা একটু মনযোগ দিই তাহলে আমাদের খান্দানে, দুরের কাছের আত্মীয়-স্বজন, পাড়া মহল্লাতিম শিশু সাধারণত থাকেই, তাদের মধ্যে কোন একজন বা আল্লাহ পাক যাদের সামর্থ্য দিয়েছে তারা ২, ৪, ১০ জন শিশুর ব্যয়ভার (Expense) নিজের দায়িত্বে নিয়ে নিন! মাসিক খরচ (Monthly Expense), জুতা কাপড়, ঈদের সময় কিছু শপিং ইত্যাদি করে দিতে থাকুন! اِنْ شَآءَ الله রুজিতে বরকত হবে, সাওয়াব লাভ হবে এবং আল্লাহ পাক যদি চান তবে জান্নাতে প্রিয় নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিবেশী হওয়ার হকদারও হয়ে যাবে।

                                                اَلْحَمْدُ لِلّٰه আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ হলেন উম্মতের কল্যাণকামী, তিনি এতিম, মিসকিনদের খুবই ভালোবাসেন, তাদের সাথে সদাচরণ করতে থাকেন। আল্লাহ পাকের দয়ায় দাওয়াতে ইসলামী "মাদানী হোম" নামে তিম খানা বানাচ্ছে এই মাদানী হোমে তিমদের লালন পালন করা হবে, তাদের উত্তম শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে এবং তাদের জন্য ভালো কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। আপনিও এই নেক কাজে দাওয়াতে ইসলামীকে সহযোগিতা করুন! আল্লাহ পাক যতটুকু সামর্থ্য এবং তাওফিক দিয়েছেন, সেই অনুযায়ী ২, , ১০, ১০০, ২০০ তিম শিশুর মাসিক খরচ নিজের দায়িত্বে নিয়ে নিন! আপনার দেওয়া অর্থের মাধ্যমে তিমদের ভরণপোষণ হতে থাকবে, اِنْ شَآءَ الله আপনিও সাওয়াব পেতে থাকবেন