Book Name:Jannat Mein Aaqa Ka Parosi
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগির, ৮১ পৃ:, হাদিস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শ্রবণ করার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন নিয়্যত করুন!
* ইলমে দ্বীন শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * দো’জানো হয়ে বসবো * বয়ানের মাঝখানে অলসতা করা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা কিছু শুনবো অপরের নিকট পর্যন্ত পৌঁছে দেয়ার চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আজ একটি অনন্য, অদ্ভুত এবং ঈমান উদ্দীপক বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি যে, এই বিষয়ের নাম শুনেই আশিকদের হৃদয় খুশিতে আন্দোলিত হয়ে উঠবে, আত্মা খুশি হবে এবং ঈমান সতেজ হয়ে যাবে। বিষয়টি ঐআজিমুশশান এবং উন্নততম নেয়ামতের সাথে সম্পর্কিত যে, একজন সত্যিকারের আশিকে রাসূল সারা জীবন এই নেয়ামতের আশা করে, এর জন্য ছটফট করে, এর জন্য প্রার্থনা করে এবং আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে এই নেয়ামত পাওয়ার জন্য অপেক্ষায় থাকে। বিষয়টি কি? একটু হৃদয়ে হাত রেখে শুনুন! আমাদের আজকের বিষয় হলো: জান্নাতে প্রিয় নবীর প্রতিবেশীত্ব।
কেমন ঈমান উদ্দীপক (Faith-Inspiring Topic) বিষয়...!!
এটি আশিকানে রাসূলের আকাঙ্ক্ষা যে, আল্লাহ পাকের রহমত এবং আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শাফায়তের মাধ্যমে اِنْ شَآءَ الله জান্নাত তো পাওয়া যাবে, কিন্তু আহ! জান্নাতে দয়ালূ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিবেশী হওয়ার সৌভাগ্যও যেনো নসীব হয়ে যায়। আমরা আমাদের এই আকাঙ্ক্ষাকে পূরণের জন্য, এই মহান নেয়ামতের অধিকারী হওয়ার জন্য কী করতে পারি? এর জন্য আজ আমরা ঐ নেক আমলের কথা শুনবো, যার মাধ্যমে জান্নাতে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিবেশীত্ব অর্জনের সুসংবাদ শুনানো হয়েছে। সর্বপ্রথম আসুন! একটি ঈমান উদ্দীপক হাদীসে পাক শুনি:
আমাকে জান্নাতে আপনার প্রতিবেশী বানিয়ে নিন!
হযরত রাবিয়া আসলামী رَضِیَ اللهُ عَنْہُ হলেন রাসূলের সাহাবী এবং তিনি আসহাবে সূফফার অন্তর্ভুক্ত ছিলেন। নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খাদিম ছিলেন, সফর ও অবস্থানে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে থাকার সৌভাগ্য লাভ করতেন। তিনি বলেন: আমি প্রিয় নবী, মক্কী মাদানী মোস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হুজরা শরীফে নিকটেই রাত কাটাতাম (যাতে ওযু করার জন্য পানি বা মিসওয়াক ইত্যাদি কোন কিছুর প্রয়োজন হলে তবে তা দিতে পারি), প্রিয় নবী صَلَّی