Book Name:Buri Sohbat Ka Wabal
পাবে। (মুসলিম ১০৮২ পৃষ্ঠা, হাদীস: ৬৬৯২) * বড়দের সাহচর্যে বসো এবং আলিমদেরকে জিজ্ঞাসা করো আর হিকমত সম্পন্নদের সাথে মিলেমিশে থাকো। (আল মুজামুল কবীর, ২২/১২৫, হাদীস: ৩২২) * সৎ সঙ্গী সেই যাকে দেখলে তোমার মনে আল্লাহ পাকের কথা স্মরণ কথা হবে, তার কথায় তোমার আমল বৃদ্ধি পাবে এবং তাঁর আচরণ তোমাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। (আল জামেউস সগীর, ২২৭ পৃষ্ঠা, হাদীস: ২০৬৩) * সৎ বন্ধুর সাহচর্য কেবল এই দুনিয়াতেই উপকারী নয়, বরং কবরেও নেককারের সাহচর্য উপকারে আসে। (আচ্ছে মাহল কি বরকতে, পৃষ্ঠা ৩৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সৎ সাহচর্যের অবশিষ্ট মাদানী ফুল তরবিয়তী হালকায় বলা হবে, সুতরাং সেগুলোর জানার জন্য তরবিয়তি হালকায় অবশ্যই অংশগ্রহন করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم