Buri Sohbat Ka Wabal

Book Name:Buri Sohbat Ka Wabal

সাহচর্য থেকে তোমার বেঁচে থাকা উচিত, যাতে তুমি নিরাপদ ও সুস্থ থাকো। (কাশফুল মাহযুব, পৃষ্ঠা ৩৭৪) * দাওয়াতে ইসলামী উত্তাল প্রাণবন্তকার পরিবেশ ইবাদত ও দৈনন্দিন জীবন ব্যবস্থার প্রতি পরিচর্যা এবং সুন্নাতের সংরক্ষণ করার আগ্রহ নিয়ে মদীনার পানে অগ্রসর হচ্ছে। অতএব দাওয়াতে ইসলামীর পবিত্র ও নেক পরিবেশের সঙ্গে সম্পৃক্ত হওয়া উভয় জগতের জন্য কল্যাণকর। (আচ্ছে মাহল কি বরকতে, পৃষ্ঠা ২২)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

* ঘুর্ণিপাকের সময় পড়ার দোয়া

          দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী ঘুর্ণিপাকের সময় পড়ার দোয় মুখস্ত করানো হবে। দোয়টি হলো:

اَللّٰهُمَّ اِنِّي اَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا اُرْسِلَتْ بِهِ،
 وَاَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا اُرْسِلَتْ بِهِ

(মুসলিম, ৩৪৮ পৃষ্ঠা হাদীস: ২০৮৫)

 

          অনুবাদ: হে আল্লাহ! আমি তোমার নিকট এটি (ঘুর্ণিপাক) এবং এর মধ্যে যা কল্যাণ আছে তা এবং যার সাথে তা প্রেরণ করা হয়েছে তা প্রার্থনা করছি আর আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি ঐ (ঘুর্ণিপাকে) ক্ষতি থেকে, এবং এর মধ্যে যা ক্ষতি আছে তা থেকে এবং ঐ ক্ষতি থেকে যা তার সাথে প্রেরণ করা হয়েছে (মাদানী পাঞ্জেসূরা ১৯০)  

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি

 

 

            প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের  জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।

(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)

          আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে ভালো ভালো নিয়্যতকরে নিই।

১.  আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো।

২.  যে সকল নেক আমলের উপর আমল হয়েছে, তার জন্য আল্লাহ পাকের হামদ (শুকরিয়া আদায়)  করবো।

৩.  যার উপর আমল হয় নি, তার জন্য অনুতাপ এবং ভবিষ্যতে আমল করার চেষ্টা করবো।

৪.  গুনাহ থেকে বিরতকারী কোনো নেক আমলের উপর (আল্লাহ না করুক) আমল না হলে, তবে তাওবা ও ইস্তিগফার করার পাশাপাশি ভবিষ্যতে গুনাহ না করার সংকল্প করবো।

৫.  বিনা প্রয়োজনে নিজের নেকী (যেমন; অমুক অমুক বা এতগুলো নেক কাজের উপর আমল করেছি) প্রকাশ করবো না।

৬.  যে সকল নেক আমলের উপর পরে আমল করা যাবে (যেমন; আজ ৩১৩ বার দরূদ শরীফ পড়া হয়নি) তবে পরে অথবা কাল আমল করবো।