Book Name:Buri Sohbat Ka Wabal
গেছে, তেমনই যদি অসৎ বন্ধুদের সাহচর্যের কারণে সে নিজেও তাদের মতো হয়ে যায়!" চিন্তা করুন যে, এক দিকে এমন সৌভাগ্যবান পিতামাতার চমৎকার চরিত্র আমাদের সামনে আছে, অন্যদিকে আমাদের সমাজে এমন কিছু অজ্ঞ লোকও রয়েছে, যারা নিজেদের সন্তানকে সৎ সাহচর্যের দিকে উৎসাহিত করা তো দূরের কথা, সৎ সাহচর্যে বসা থেকে বাধা প্রদান করে, তারপর অনেক সময় এই সন্তান যখন অসৎ সাহচর্যের শিকার হয়ে বিগড়ে যায়, তখন পিতামাতা নিজেদের কাজের জন্য আফসোস করতে থাকে, কিন্তু এখন আফসোস করার কী আছে, যখন পাখি ক্ষেত খেয়ে নিয়েছে। তাই পরবর্তীতে লাখো চেষ্টা করলেও এমন সন্তান সঠিক পথে আসেনা।
আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ফয়যানে সুন্নাত এর ৬১ নং পৃষ্ঠায় লিখেন: আহমেদাবাদ শরীফ (ভারত) এর এক আশিকে রাসূল একজন যুবককে একক প্রচেষ্টার মাধ্যমে কাফেলায় সফরের জন্য প্রস্তুত করলেন, কিন্তু পিতা দুনিয়াবি শিক্ষায় ব্যাহত হওয়ার ভয়ে তাকে আখিরাতের শিক্ষা সফরে যেতে নিষেধ করলো। হতভাগ্য যুবক আশিকানে রাসূলের সাহচর্য থেকে বঞ্চিত হলো, যার ফলে সে অসৎ বন্ধুদের কবলে পড়লো এবং মদ্যপায়ী হয়ে গেলো। এখন পিতা নিজের ভুল বুঝতে পারলো, তিনি আবার সেই আশিকানে রাসূলের নিকট গিয়ে বলেন, একে কাফেলায় নিয়ে যাও, যাতে তার মদ্যপানের অভ্যাস ছুটে যায়। যুবকের উপর আবারও একক প্রচেষ্টা করা হল, কিন্তু যেহেতু পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে, অর্থাৎ যুবকটি খুব বেশি বিগড়ে গেছে, তাই সে কোনভাবেই কাফেলায় সফরের জন্য প্রস্তুত হলো না।
অনুরূপভাবে আমীর আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ কে তাঁর বড় বোন জানালো যে, একটি ইসলামী বোন কান্নাকাটি করে দোয়া চাচ্ছেন, বলছেন: আমার ছেলের সংশোধনের জন্য দোয়া করুন। আহ! আমি নিজেই তাকে নষ্ট করে ফেলেছি। আমি তো তাকে দাওয়াতে ইসলামীর মাদরাসাতুল মদীনার হিফযের জন্য ভর্তি করিয়ে দিয়েছি, কিন্তু হতভাগা যখন সুন্নাত ইত্যাদি শিখে বাড়িতে এসে বলতো, তখন পরিবারের লোকেরা তা নিয়ে উপহাস করতো। অবেশেষে তার মন ভেঙে গেল এবং সে মাদরাসাতুল মদীনায় যাওয়া বন্ধ করে দিল। এখন সে অসৎ বন্ধুদের সাহচর্যে অযথা সময় কাটাচ্ছে। ইতোমধ্যে আমি দাওয়াতের ইসলামীর দ্বীনি পরিবেশ পেয়েছি, কিন্তু আমি এখন খুব আফসোস করছি। আহ! আমার কী হবে!"
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনেছেন যে, যেসব পিতামাতা তাদের সন্তানদের সৎ সাহচর্যের বরকত থেকে বঞ্চিত রাখেন, তাদেরকে কতটুকু আফসোস ও লজ্জার সম্মুখীন হতে হয়। যদি পিতামাতা নিজেদেরকে দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত রাখেন এবং তাদের সন্তানদের ইসলামী প্রশিক্ষণ দেন, তবে এই সন্তানরা শুধু দুনিয়ায় তাদের চোখের শীতলতা হবে না, বরং আখিরাতে মুক্তির মাধ্যমও হতে পারে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد