Book Name:Buri Sohbat Ka Wabal
মানুষের সঙ্গে সম্পর্ক রেখো না, কারণ সে নিজেকে কষ্টে ফেলবে এবং তোমাকে কোনো উপকার করবে না। কখনো সে তোমাকে উপকার করার চেষ্টা করতে পারে কিন্তু ক্ষতি করেও ফেলতে পারে। তার নীরবতা বলার চেয়ে ভালো, তার দূরত্ব নৈকট্যতার চেয়ে ভালো এবং তার মৃত্যু জীবনের চেয়ে ভালো।" মিথ্যাবাদীর সঙ্গে সম্পর্ক রেখো না, কারণ তার সঙ্গে সম্পর্ক তোমাকে উপকার দিবে না। সে তোমার কথা অন্যদের নিকট পৌঁছাবে এবং অন্যদের তোমার নিকট নিয়ে আসবে। আর যদি তুমি সত্য বলো, তবুও সে সত্য বলবে না। (তারিখে ইবনে আসাকির, ২২/৫১৬)
হযরত জাফর বিন সুলাইমান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি একটি কুকুরকে হযরত মালিক বিন দীনারের رَحْمَۃُ اللهِ عَلَیْہِ পেছনে পেছনে চলতে দেখলাম। আমি বললাম: 'হে আবু ইয়াহিয়া! আপনি এর সঙ্গে কেন?' তিনি উত্তর দিলেন: 'এটি (কুকুর) খারাপ সঙ্গীর চেয়ে ভালো।
(মুজামুল আওসাত, ১/১৯২, হাদীস: ৬২১)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনেছেন যে, অসৎ বন্ধু এই দুনিয়া ও আখিরাতের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। তাই আমাদের জন্য নিরাপত্তা এতেই যে, আমরা অসৎ লোকদের ছায়া থেকেও দূরে থাকবো, কারণ এমন যেনো না হয় যে, অসৎ সঙ্গীর সাথে থাকার কারণে লোকেরা আমাদের সম্পর্কেও নানা কথা বলবে এবং আমাদেরও মন্দ নামে ডাকতে শুরু করবে। আসুন! অসৎ সাহচর্যের ধ্বংসাত্মক প্রভাব থেকে বাঁচতে এর নিন্দা সম্পর্কিত নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ৪টি বাণী শুনি:
১. অসৎ সাহচর্য থেকে বাঁচো, কারণ সে জাহান্নামের একটি টুকরা। তার ভালোবাসা তোমাকে কোন উপকার দিবে না এবং সে তোমার সঙ্গে তার প্রতিশ্রুতি পূরণ করবে না। (ফেরদৌসুল আখবার, ১/২২৪, হাদীস: ১৫৭৩)
২. অসৎ সাহচর্য থেকে বাঁচো, কারণ তুমি তার আচরণেই পরিচিত হবে।
(তারিখে ইবনে আসাকির, ১৪/৪৬)
৩. সকালে এমন অবস্থায় উঠো যে, তুমি একজন আলিম অথবা শিক্ষার্থী বা আলিমের কথা শ্রবণকারী কিংবা আলিমকে ভালবাসা পোষণকারী হও, পঞ্চম অবস্থায় যেন না হও, কারণ তাতে তুমি ধ্বংস হয়ে যাবে।
(কাশফুল খফা, ১/১৩৪, হাদীস: ৪৩৭)
৪. ভালো এবং মন্দ সাহচর্যের উদাহরণ হলো মুশক (সুগন্ধ) বিক্রেতা এবং চুল্লির অগ্নি প্রজ্জ্বলনকারীর ন্যায়, মুশক বিক্রেতা তোমাকে সুগন্ধ দিক বা তুমি তার থেকে কিনে নাও আর কিছু না হোক, সুগন্ধ তো আসবে কিন্তু চুল্লির অগ্নি প্রজ্জ্বলনকারী তোমার কাপড় পুড়িয়ে দিবে অথবা তুমি তার কাছে থেকে দূর্গন্ধ পাবে। (বুখারী ২/২০, হাদীস:২১০১)
হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনাকৃত হাদীসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন: سُبْحٰنَ الله! কী সুন্দর উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে, অসৎ সাহচর্য কখনো উপকারে আসবে না, আর সৎ সাহচর্য কখনো ক্ষতি করবে না। চুল্লির অগ্নি প্রজ্জ্বলনকারী থেকে সুগন্ধ পাওয়া যাবে না, শুধু গরম এবং ধোঁয়া পাওয়া যাবে কিন্তু সুগন্ধ বিক্রেতার নিকট গেলে তুমি গরম বা ধোঁয়া পাবেনা, বরং মুশক বা সুগন্ধই পাবে। (হাদীসের এই অংশ 'সুগন্ধ বিক্রেতা তোমাকে সুগন্ধ দিক বা তুমি তার থেকে কিনে নাও, আর কিছু না হোক,