Buri Sohbat Ka Wabal

Book Name:Buri Sohbat Ka Wabal

তবুও তারা কখনোই অসৎ মতাদর্শের কারো কথা শোনার অনুমতি দিতেন না, যদিও সে একশতবার নিশ্চিত করে বলুক যে, আমি শুধুমাত্র কুরআন ও হাদীসই বর্ণনা করব।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! অসৎ সাহচর্য তা বড়দের ক্ষেত্রে হোক বা ছোটদের, তাদের অবশ্যই ক্ষতি করে। তবে বড়দের তুলনায় ছোটদের জন্য অসৎ সাহচর্য অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়ায়, কারণ তাদের কম বয়সে ভালো-মন্দের পার্থক্য বোঝার ক্ষমতা থাকে না। যদি শিশুদের ছোটবেলা থেকেই সঠিক প্রশিক্ষণ দেওয়া না হয়, তবে তারা ব হয়ে বেহায়া, স্বার্থপর, সুদখোর, ঘুষখোর, বদ মাযহাব, নামাযে অবহেলা করা, জুয়া খেলা, মদ্যপান, ফ্যাশন প্রিয়, নাটক ও সিনেমার প্রতি আসক্ত, বাবা-মায়ের অবাধ্য এবং নানা ধরনের খারাপ অভ্যাসের অভ্যস্ত হয়ে পড়তে পারে এবং তারা পিতামাতা ও পরিবারের নামও কলঙ্কিত করে। তাই পিতামাতার উচিত, তারা যেন তাদের সন্তানদের সঠিক শিক্ষার পাশাপাশি সঠিক প্রশিক্ষণের জন্যও সময় বের করেন এবং মাঝে মাঝে তাদেরকে সৎ সাহচর্যের সুবিধা এবং খারাপ বন্ধুদের সাহচর্যের ক্ষতির বিষয়ে বুঝিয়ে দুনিয়া ও আখিরাত সজ্জিত করার ও সমাজে সম্মানিত ব্যক্তি হয়ে উঠতে সহায়তা করা, যেমন একজন বিচক্ষণ পিতা যখন তার সন্তানের অসৎ সাহচর্যের দিকে প্রবণতার খবর পান, তিনি এ ব্যাপারে উদাসীনতার পরিবর্তে তাকে কীভাবে বুঝানোর চেষ্টা করেন। চলুন! এর সাথে সম্পর্কিত একটি ঘটনা শুনি এবং আমল করার চেষ্টা করি 

 

 

অসৎ সাহচর্যের প্রভাব

          একটি নেক পরিবারের ছেলে অসৎ বন্ধুদের সাহচর্য গ্রহণ করতে শুরু করল। তার পিতা এই বিষয়ে জানতে পারলে তিনি তাকে বুঝাতে লাগলেন যে, অসৎ সাহচর্য তোমাকেও খারাপ করে তুলতে পারে। সে এই বলে এড়িয়ে গেল, আব্বাজান! আপনি চিন্তা করবেন না, আমি তাদের মতো হব না। পিতা তার ছেলেকে প্রাক্টিক্যাল বোঝানোর সিদ্ধান্ত নিলেন এবং একদিন বাড়িতে অনেক গুলো আলু বোখারা নিয়ে এলেন। পরিবারের অন্যান্য সদস্যরা কিছু আলু বোখারা খেয়ে নিলেন, কিন্তু যখন বাকি আলু বোখারা গুলো রাখার সময় এলো, তখন ছেলেটি বলল: আব্বা জান! এতে একটি পঁচা আলু বোখারাও আছে, এটি বের করে দিন। পিতা বললেন: এখন থাকতে দাও, কাল দেখব। পরের দিন যখন বাবা ও ছেলে আলু বোখারা গুলো দেখলেন, তখন পঁচা আলু বোখারার পাশে থাকা অন্য আলু বোখারা গুলোও পঁচে গেছে তখন পিতা তার ছেলেকে বুঝিয়ে বললেন: দেখো, বৎস! সাহচর্যের কত প্রভাব পড়ে! একটি পঁচা আলু বোখারার সাহচর্যে থেকে অন্য ভালো আলু বোখারা গুলোও পঁচে গেছে! ছেলেটি বুঝতে পারল এবং সে অসৎ বন্ধুদের সাহচর্য থেকে তাওবা করল।

(দুগ্ধ্যপোষ্য মাদানী মুন্না, পৃষ্ঠা ২৭)

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনেছেন যে, কিভাবে একজন বিচক্ষণ পিতা তার সন্তানকে অসৎ সাহচর্য থেকে রক্ষা করার জন্য একটি সুন্দর পদ্ধতি অবলম্বন করেছিল। তিনি সাধারণ একটি উদাহরণ ব্যবহার করে, একজন ছোট মনমানসিকতা সম্পন্ন বাচ্চাকে অসৎ সাহচর্যের ক্ষতি সম্পর্কে তুলে ধরলেন, আর ছেলেটি সহজেই বুঝে তার পিতার কথা মেনে নিল, কারণ সে ভাবল, যেভাবে পঁচা আলু বোখারার মধ্যে থেকে ভালো আলু বোখারা গুলোও পঁচে