Buri Sohbat Ka Wabal

Book Name:Buri Sohbat Ka Wabal

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

        প্রিয় ইসলামী ভাইয়েরা! যেমনিভাবে দ্বীন ইসলাম তার অনুসারীদের নম্রতা, দাচরণ, ক্ষমা ও মার্জনা, বিনয় ও একনিষ্টতা, চলাফেরা এবং উঠা-বসার নীতি শিখিয়েছে, তেমনিভাবে সমাজে কিভাবে থাকবে? কার সঙ্গে উঠাবসা করবে? কাদের সঙ্গ অবলম্বন করবে? ইত্যাদি বিষয়ও শিক্ষা দিয়েছে। উদাহরণস্বরূপ দ্বীন ইসলাম আমাদের এই শিক্ষা দেয় যে, আমাদের জীবনযাত্রা এবং বন্ধুত্ব এমন মানুষের সঙ্গে হওয়া উচিত, যাদের দেখলে আল্লাহ পাকের কথা স্মরণ আসে, যাদের কথাবার্তা মাদের আমলেখিরাতের চিন্তা তৈরি করে। আসুন! আজ আমরা সৎ সঙ্গের বরকত এবং অসৎ সঙ্গের বিপদ সম্পর্কে আলোচনা করি।

 

অসৎ সঙ্গের পরিণতি

          আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ নেকীর দাওয়াতের ২৯০ নং পৃষ্ঠায় লিখেন: পাঞ্জাবের একটি মহল্লা এক ধরনের অজনা গন্ধ অনুভূত হতে থাকে, এলাকাবাসীরা খুঁজতে খুঁজতে কোথাও গিয়ে এই দুর্গন্ধের ‍উৎসটি আবিষ্কার করলো, একটি বদ্ধ ঘর থেকে দুর্গন্ধ আসছিলো, অতএব পুলিশে খবর দেওয়া হল, পুলিশের সামনে তালা খুলে যখন ঘর প্রবেশ করলো সকলেই অবাক হয়ে গেলো, চৌকির উপর এক যুবকের লাশ পড়ে রয়েছে, লাশটির কিছু অংশ গলে গিয়েছিলো, সেখানে কীট ইত্যাদি কিলবিল করছিলো, এই দৃশ্য দেখে শিশুরাসহ বেশ কিছু লোক বেহুশ হয়ে যায়, খোঁজ খবর নিয়ে জানা গেলো, এই যুবকটি মজদুরী করার জন্য এই এলাকায় এসেছিলো, সে ভাড়া ঘরে থাকতো, কিছু জুয়াড়ীর সাথে তার বন্ধুত্ব ছিলো, একদিন এই যুবকটি জুয়া খেলায় তার বন্ধুদের থেকে অনেক টাকা জিতে নেয়। হেরে যাওয়া জুয়াড়ী বন্ধুরা হারানো টাকা দ্ধারের জন্য তাকে গলা ফাঁস দিয়ে এবং বিদ্যুতের শক দিয়ে মেরে ফেলে। পরে তাকে কবরস্থ না করে ঘরে তালা লাগিয়ে তারা পালিয়ে যায়। (নেকীর দাওয়াত, ২৩৬)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনেছেন যে, অসৎ সাহচর্যে উঠাবসা কেমন মৃত্যু ও ধ্বংসের কারণ এবং যারা অসৎ সাহচর্য অবলম্বন করে তাদের পরিণতি কতটা ভয়ানক হয়, নিঃসন্দেহে অসৎ সাহচর্য মানুষকে কখনো ছাড়ে না, অসৎ সাহচর্যে বসা মূলত নিজের জন্য বিপদ ও মুসিবতের দরজা খুলে দেয়া, অনেক সময় এই অসৎ বন্ধুরা তাদের নিজের স্বার্থের জন্য নিজের বন্ধুদের প্রাণের শত্রু  য়ে যায়, তার বেঁচে থাকার অধিকার কেড়ে নে এবং চরম নির্যাতনের মাধ্যমে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌছে দেয়, এখন আমরা জুয়াড়ীদের সাহচর্যে থাকা একজন ব্যক্তির শিক্ষণীয় মর্মান্তিক মৃত্যুর ঘটনা শুনেছি। আমাদের উচিত অসৎ বন্ধুদের, বিশেষ করে জুয়াড়ীদের অসৎ সাহচর্য থেকে দূরে থাকা, কারণ জুয়ার আসরে আসক্ত ব্যক্তিরা নিজেদের কঠোর পরিশ্রমে উপার্জিত সমস্ত সম্পদ হারানোর পাশাপাশি অনেক ক্ষতির সম্মুখীন হন।

 

জুয়ার দুনিয়াবী ক্ষতি সমূহ