Faizan e Syeda Khatoon e Jannat

Book Name:Faizan e Syeda Khatoon e Jannat

হলো সহানুভূতি কল্যাণের মাস, সুতরাং সহানুভুতি কল্যাণের মাধ্যমেই অতিবাহিত করতে হবে যদি আমরা গরীব, অসহায় এতিম, মিসকিনদের সাহায্য করার প্রেরণায় সেহেরি ইফতারের আইটেম কিছুটা কমিয়ে দিই, সেহেরি ইফতারের দস্তরখানা সুন্নাত অনুসরণের নিমিত্তে সাদাসিদেভাবে করে নিই আর তা সকল গরীব যে বেচারারা দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে খেজুরও কেনার সামর্থ্য রাখে না, রমযানুল মুবারক সুন্দরভাবে অতিবাহিত করতে পারে না, তাদেরকে আমরা সাহায্য করি, তাদের মঙ্গল করি তবে কতো নেকী আর তাও মাহে রমযানে অর্জন করার সৌভাগ্য আমরা অর্জন করে নিবো আল্লাহ পাক সায়্যিদা ফাতেমাতুয যাহরা رَضِیَ اللهُ عَنْہَا এর সদকায় আমাদেরকে ফাকর অবলম্বন করার, আল্লাহ পাকের প্রতি ভরসা করার, মুসলমানদের সাহায্য করার মাধ্যমে, গুনাহ থেকে বেঁচে থেকে পুরো রমযান নেকীতে অতিবাহিত করার তাওফিক দান করো اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! * সায়্যিদা ফাতেমা رَضِیَ اللهُ عَنْہَا এর ঈসালে সাওয়াবের জন্য খুব বেশি বেশি দান সদকা করুন, দাওয়াতে ইসলামীর বিভিন্ন বিভাগের জন্যও যতটুকু পারেন অংশ নিন এবং পাশাপাশি নিজের ঘরেও ফাতেহা শরীফ, খতমে পাক সামর্থ্য অনুযায়ী খাবারেরও ব্যবস্থা করুন * সায়্যিদা ফাতেমা رَضِیَ اللهُ عَنْہَا এর পবিত্র জীবনী অধ্যয়ন করার জন্য মাকতাবাতুল মদীনা থেকে প্রকাশিত কিতাব শানে খাতুনে জান্নাত পড়ুন, অপরকেও এর প্রতি উৎসাহিত করুন * আর  اَلْحَمْدُ لِلّٰه রমযানুল মুবারকে শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রতিদিন ২টি মাদানী মুযাকারা করে থাকেন (অর্থাৎ আশিকানে রাসূলের প্রশ্নের উত্তর প্রদান করেন), একটি মাদানী মুযাকারা আসরের পর আরেকটি তারাবীর নামাযের পর রমযানুল মুবারকেও اِنْ شَآءَ الله মাদানী মুযাকারা হবে, এতেও অবশ্যই অংশগ্রহন করবেন আল্লাহ পাক আমাদেরকে ইলম আমলের তাওফিক দান করো এবং শাহজাদীয়ে মুস্তফা, সায়্যিদা খাতুনে জান্নাত رَضِیَ اللهُ عَنْہَا এর ফয়যান নসিব করো

اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم