Book Name:Zoq e Ramzan Barqarar Rakhy
আলোকিত হবে এবং নফসে আম্মারার সংশোধনের মাধ্যমও হতে থাকবে, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তাওফিক দান করুক। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
হে আশিকানে রাসূল! দাওয়াতে ইসলামীর অধীনে দেশে ও বহিঃবিশ্বে পরিচালিত জামিয়াতুল মদীনার মধ্য হতে নিকটবর্তী যেকোন জামেয়াতুল মদীনায় ভর্তি হয়ে যান, রমযানুল মুবারকের পরও اِنْ شَآءَ الله দরসে নিযামীর নতুন ক্লাস শুরু হবে, জামিয়াতুল মদীনার ভর্তি শুরু হয়েছে, সাহস করুন, জামিয়াতুল মদীনায় ভর্তি হয়ে যান, দরসে নিযামী অর্থাৎ আলিম কোর্স করে নিন, কুরআন মজিদও বুঝে আসবে, এটার পাশাপাশি বুখারী শরীফ, মুসলিম শরীফ, ফাতাওয়ায়ে শামী, ইহয়াউল উলুম, ফাতাওয়ায়ে রযবীয়া শরীফ ইত্যাদি ইলমে দ্বীনের বড় বড় কিতাবাদির পাঠকারী হয়ে যাবেন শুধুমাত্র তাই না বরং অপরকেও শিক্ষাদানকারী হয়ে যাবেন। দরসে নিযামী অর্থাৎ আলিম কোর্স ৮ বছরের কোর্স, যদি এতোটুকু সময় দিতে না পারেন, ব্যস্ততা থাকে, পারিবারিক সমস্যা হয় তবে কোন বিষয় না, অনলাইন জামিয়াতুল মদীনায় ভর্তি হয়ে যান, ঘরে বসেই দরসে নিযামী করুন, আল্লাহ পাক আমল করার সামর্থ্য দান করুক। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ
প্রিয় ইসলামী ভাইয়েরা! রমযানের আগ্রহ অটুট রাখতে, ঈমানের নিরাপত্তার দৌলত পেতে এবং অন্তর ও দৃষ্টির পবিত্রতাকে বৃদ্ধি করার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থেকে যেলী হালকার ১২টি দ্বীনি কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করুন। যেলী হালকার ১২টি দ্বীনি কাজের মধ্যে প্রতিদিনের একটি দ্বীনি কাজ হলো “ফজরের জন্য জাগানো”। * اَلْحَمْدُ لِلّٰه “ফজরের জন্য জাগানো” এর বরকতে তাহাজ্জুদের সৌভাগ্য অর্জিত হতে পারে। * নামাযের হেফাযত হয়। * মসজিদের প্রথম কাতারে তাকবীরে উলার সহিত ফজরের নামায আদায় করা যায়। * “নেকীর দাওয়াত” দেয়ার সাওয়াবও অর্জিত হয়। * দাওয়াতে ইসলামীর সুনাম হয়। * ফজরের জন্য জাগানো ব্যক্তি বারবার মুসলমানকে হজ্জ এবং প্রিয় মদীনা দেখার দোয়া করে থাকে, আল্লাহ পাক চাইলে তবে এই দোয়া, তার হকেও কবুল হবে। * “ফজরের জন্য জাগানো”তে পায়ে হাটার বরকতে স্বাস্থ্যও ভালো থাকে। এই দ্বীনি কাজের পুস্তিকাও প্রকাশিত হয়েছে। তা অধ্যয়ন করুন এবং এতে প্রদত্ত পদ্ধতি অনুযায়ী এই দ্বীনি কাজকে বাড়ানোর চেষ্টাও করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা “১০১ মাদানী ফুল” থেকে জুতা পরিধানের সুন্নাত ও আদব শ্রবণ করি। প্রিয়