Zoq e Ramzan Barqarar Rakhy

Book Name:Zoq e Ramzan Barqarar Rakhy

لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم

          সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেইআল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিকপ্রতিপালক

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

সাপ্তাহিক ইজতিমার হালকার জাদুয়াল ২৭ মার্চ ২০২৫ইং

(১) বিভিন্ন বিষয়ের উপর সংক্ষিপ্ত বয়ান: ৫ মিনিট, (২) দোয়া মুখস্ত করা: ৫ মিনিট,
(
৩) আখিরাতের বিষয়ে চিন্তা ভাবনা: ৫ মিনিট। সর্বমোট ১৫ মিনিট।

 

 

জুতা পরিধানের অবশিষ্ট সুন্নাত ও আদব

        আলা হযরত ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখন মসজিদে যাওয়া হয় তখন প্রথমে বাম পায়ের জুতা খুলে জুতার উপর রাখুন অতঃপর ডান পায়ের জুতা খুলে মসজিদে প্রবেশ করুন এবং যখন মসজিদ থেকে বের হবেন তখন বাম পা বের করে জুতার উপর রাখুন অতঃপর ডান পা বের করে ডান জুতা পরিধান করুন এরপর বাম জুতা পরিধান করুন। (নুজহাতুল ক্বারী, ৫/৫৩০) (৪) পুরুষ পুরুষালী এবং মহিলা মহিলাসূলভ জুতা ব্যবহার করুন। (৫) কেউ হযরত আয়েশা رَضِیَ اللهُ عَنْہَا কে বললেন: এক মহিলা (পুরুষের ন্যায়) জুতা পরিধান করেছেতিনি বললেন: রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পুরুষের ভাব ধারনকারী মহিলাদের উপর অভিশাপ করেছেন। (আবু দাউদ, ৪/৮৪, হাদিস ৪০৯৯) হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: অর্থাৎ মহিলাদের পুরুষালী জুতা পরিধান করা উচিত নয় বরং ঐ সকল বিষয়, যাতে পুরুষ ও মহিলার মাঝে মিল রয়েছে, তাতে প্রত্যেকতে একে অপরের অনুকরণ করা নিষেধ, না পুরুষ মহিলার অনুকরন করবে আর না মহিলা পুরুষের। (বাহারে শরীয়ত, ১৬তম অংশ, ৬৫ পৃষ্ঠা) (৬) যখন বসবেন তখন জুতা খুলে নিন, কেননা এতে পা আরাম পাবে। (৭) (অভাবের একটি কারণ এটিও যে,) উল্টো অবস্থায় জুতা দেখা এবং তা সোজা না করা “দওলতে বে জাওয়াল” এর লিখা রয়েছে: যদি সারারাত জুতা উল্টো অবস্থায় পরে থাকে তবে শয়তান এর উপর এসে বসে, এটি তার আসন। (সুন্নি বেহেশতি যেওর, ৫ম অংশ, ৬০১ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

কিয়ামতের হিসাবে সহজতার দোয়া

        দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার হালকার মধ্যে জাদুয়াল অনুযায়ী “কিয়ামতের হিসাবে সহজতার দোয়া” মুখস্ত করানো হবে। দোয়াটি হলো:

اَللّٰہُمَّ حَاسِبْنِی حِسَابًا یَّسِیْرًا

        অনুবাদ: হে আল্লাহ, আমার হিসাব সহজ করো। (ফয়যানে দোয়া, ৩৪৭ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد