Zoq e Ramzan Barqarar Rakhy

Book Name:Zoq e Ramzan Barqarar Rakhy

নিরবতার ফযীলত

        আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে বান্দা আল্লাহ পাক ও আখিরাতের দিনের উপর ঈমান রাখে, তার উচিত যে ভালো কথা বলা ও নিরব থাকা। (বুখারী, ১৫৯২ পৃষ্ঠা, হাদীস: ৬৪৭৫)

 

 

        হযরত আসওয়াদ رَضِیَ اللهُ عَنْہُ সাহাবীয়ে রাসূল, তিনি বলেন: আমি আল্লাহ পাকের শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খিদমতে আরয করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে উপদেশ দিন! নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশ্দা করলেন: তুমি কি তোমার মুখকে নিয়ন্ত্রণে রাখতে পারবে? আমি বললাম: যদি আমি আমার মুখকে নিয়ন্ত্রণ রাখতে না পারি তাহলে আর কোন জিনিসটিকে নিয়ন্ত্রণ রাখতে পারবো? রাসূলে পাক
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: তুমি কি তোমার হাতকে নিয়ন্ত্রণ করতে পারবে? আমি পুনরায় বললাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যদি আমি আমার হাতকেও নিয়ন্ত্রণ করতে না পারি তবে কোন জিনিসকে নিয়ন্ত্রণে রাখবো, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: ব্যস নিজের মুখ দিয়ে ভালো কথাই বলো এবং তোমার হাত কল্যাণ ব্যতীত অন্য দিকে যেন না অগ্রসর না হয়। (মুজামে কবীর, খন্ড: ১, পৃষ্ঠা: ২১৮, হাদীস: ৮১৬)

 

          হযরত আনাস বিন মালেক رَضِیَ اللهُ عَنْہُ বলেন: করীম নবী, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: বান্দার ঈমান সঠিক হয় না, যতক্ষণ না তার অন্তর সঠিক হয়,আর বান্দার অন্তর সঠিক হতে পারে না, যতক্ষণ না তার মুখ ঠিক হয়ে যায়। (মুসনদে ইমাম আহমদ, খন্ড: ৫, পৃষ্ঠা: ৪৩২, হাদীস: ১২৮৯৭)

 

মুখ হলো বিষাক্ত সাঁপের মতো

        সর্বমোট প্রায় ১৮ হাজার জগত রয়েছে, তার মধ্যে স্বপ্নও একটি জগত, যেটাকে স্বপ্নের জগত বলা হয়স্বপ্নের জগতে আমাদের মুখ থেকে বের হওয়া শব্দাবলিকে সাপের আকৃতিতে দেখানো হয়ে থাকে, স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শি অনেক বড় ইমাম,ইমাম ইবনে সিরিন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তিনি বলেন: যদি কোন ব্যক্তি স্বপ্নে দেখে যে তার মুখ থেকে সাঁপ বের হলো তাহলে সেটার ব্যাখ্যা হলো ঐ বান্দার মুখ থেকে এমন শব্দ বের হয়েছে, যেটা তার জন্য জীবনের হুমকি হয়ে যাবে। (তাবির রুইয়া: পৃষ্ঠা: ৪১৪)

 

        اَلله !اَلله! হে আশিকানে রাসূল! অনুমান করুন! সাঁপ হলো বিষাক্ত প্রাণি, তেমনিভাবে আমাদের মুখও ভয়ংকর অঙ্গ, মুখকে ৩২টি দাঁতের পাহারার মধ্যে রাখা হয়েছে, তা সত্বেও সে নিয়ন্ত্রণে থাকে না, যখন এই বিষ ছড়িয়ে পড়ে তখন শুধুমাত্র প্রাণই নয় বরং অনেক সময় ঈমানেরও কঠিন ক্ষতি সাধন করে।