Jamal e Mustafa

Book Name:Jamal e Mustafa

না কখনো আসবে তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم স্বয়ং এর আপাদমস্তক নূরের সমাহার ছিলেন তাঁর সকল অঙ্গ প্রত্যঙ্গ গুন উৎকর্ষতার এমন সংমিশ্রণ ছিলো যে, যার নযির উদাহরণ পাওয়া যায় না যদি আমরা একটু চিন্তা করি, এরূপ প্রিয়তমের চেয়ে বেশি ভালবাসার উপযুক্ত আর কে হতে পারে? কখনো না, বিশেষ করে লোকেরা যারা নশ্বর পৃথিবীর অনর্থক সৌন্দর্যকে দেখে রূপক প্রেম রোগের শিকার হয়ে যায় এবং শরীয়াতের পরিপন্থি কাজে জড়িতে হয়ে দুনিয়া আখিরাতকে ধ্বংস করে দেয়, তাদের চিন্তা করা উচিৎ

    শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتۡ بَرَکَاتُہُمُ الۡعَالِیَہ বলেন: এই (রূপক প্রেমের) জন্য সবচেয়ে বড় কারণ হলো; আজকাল অধিকাংশ মুসলমানের মধ্যে ইসলামী জ্ঞানের অভাব এবং সুন্নাতে ভরা দ্বীনি পরিবেশ থেকে দূরে সরে থাকা। একারণেই চারিদিকে গুনাহের বন্যা বয়ে গেছে।, ঞ.ঠ এবং ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে প্রেমের ছবি এবং অশ্লীল নাটক দেখে বা অধিক প্রেমপূর্ণ পত্রিকার সংবাদ এমনকি উপন্যাস বাজারের মাসিক ম্যাগাজিনের বিষয়বস্তুর মধ্যেও কাল্পনিক প্রেম কাহিনী পড়ে বা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষার (যেখানে ছেলে ও মেয়েদের একসাথে শিক্ষা দেয়া হয়) ক্লাস সমূহে বসে বা নামুহরিম আত্মীয়দের মেলামেশার মাধ্যমে অন্তরঙ্গতার চোরাবালিতে পড়ে অধিকাংশ যুবকদের কারো না কারো সাথে প্রেম হয়ে যায়। প্রথমে এক পক্ষ থেকে হয় পরবর্তীতে প্রথমপক্ষ দ্বিতীয় পক্ষকে অবহিত করে। তখন অনেক সময় উভয় পক্ষ থেকে প্রেম হয়ে যায়। আর সাধারণভাবে গুনাহ ও নাফরমানীর তুফান শুরু হয়ে যায়। ফোনে মন খুলে নির্লজ্জ কথাবার্তা বরং নির্বিঘ্ন সাক্ষাতের ধারাবাহিকতা শুরু হয়ে যায়।