Book Name:Jamal e Mustafa
চিঠিপত্র উপহারের আদান প্রদান হয়, গোপনে বিয়ের কথা ও সমর্থন হয়ে যায়। যদি পরিবার এই বিষয়ে বাধা প্রদান করে, তবে অনেক সময় দু’জনই ঘর ছেড়ে পালিয়ে যায়। পত্রিকায় তাদের ছবি ছাপা হয়, বংশের মান-সম্মান বাজারে নিলাম হয়ে যায়। কখনো তারা “কোর্ট মেরেজ”ও করে নেয়। আর আল্লাহর পানাহ! কখনো বিবাহ ছাড়াও ......... এমনকি এমনও হয় যে, পালাতে না পারলে তারা আত্মহত্যার পথ বেঁচে নেয়। যার সংবাদ প্রায় আমরা পত্রিকায় পেয়ে থাকি। (নেকীর দাওয়াত, ৩৬ পৃষ্ঠা)
প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি আমাদের মাঝে কেউ এরূপ গুনাহে লিপ্ত হয়ে থাকে, তবে আসুন এখনিই সত্য অন্তরে তাওবা করে নিই। এই পাপের প্রেম থেকে মুক্তি পাওয়ার জন্য ক্ষমাশীল আল্লাহ পাকের মহান দরবারে কেঁদে কেঁদে দোয়া করুন। যে কোন ভাবেই এর ভয়াবহতা থেকে পিছু ছাড়িয়ে নিন। নিজেকে দ্বীনের কাজে পুরোপুরী ব্যস্ত করে নিন। আল্লাহ পাক ও তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ভালবাসা অন্তরে বাড়িয়ে নিন আর বারগাহে রিসালাতে ফরিয়াদ করুন:
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! দুনিয়ার চাকচিক্যকে ভালবাসাতে কোন উপকার নেই, যদি ভালবাসতেই হয় তবে আল্লাহ পাক ও তাঁর প্রিয় রাসূল, صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বিধি বিধানকে ভালবাসুন। হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র জীবনী সম্পর্কে আরো জানার জন্য মাকতাবাতুল মদীনার কিতাব “সীরাতে রাসূলে আরবী” এর অধ্যয়ন করুন। এর বরকতে اِنْ شَآءَ الله জ্ঞান বৃদ্ধির সাথে সাথে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ভালবাসা আরো বৃদ্ধি পাবে এবং হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাতের উপর আমল করার উৎসাহও জাগ্রত হবে।