Book Name:Jamal e Mustafa
ইসলামীর ৮০টিরও বেশি বিভাগের মধ্যে হতে একটি অনেক গুরুত্বপূর্ণ বিভাগ “দারুল ইফতা আহলে সুন্নাত” যেখানে মুফতিগণ উম্মতে মুসলিমার শরয়ী দিক নির্দেশনার কাজে নিয়োজিত। সর্বপ্রথম দারুল ইফতা আহলে সুন্নাত ১৫ শাবানুল মুয়াযযাম ১৪২১ হিজরীতে জামে মসজিদ কানযুল ঈমান, বাবরী চৌক করাচী প্রতিষ্ঠা করা হয়েছে এখনো পর্যন্ত করাচীতে বিভিন্ন এলাকা ও পাকিস্তানের বিভিন্ন শহরেও “দারুল ইফতা আহলে সুন্নাত” প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া “দারুল ইফতা আহলে সুন্নাত” এর সম্মানিত মুফতিগণ মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে মুসলমানের পক্ষ থেকে জিজ্ঞাসাকৃত মাসআলার সমাধান দেয়। ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্ব থেকে এই মেইল এড্রেস (darulifta@dawateislami.net) মাধ্যমে প্রশ্ন সমূহ জিজ্ঞাসা করা যাবে। اَلْحَمْدُ لِلّٰه মাদানী চ্যানেলের অনুষ্ঠান “দারুল ইফতা আহলে সুন্নাত” এর নামে একটি গ্রহণযোগ্য ব্যাপক ও অত্যান্ত সুপরিচিত অনুষ্ঠানও উপস্থাপন করা হয়। اَلْحَمْدُ لِلّٰه ইলমে দ্বীনের আলো ছড়ানোর জন্য দাওয়াতে ইসলামীর মজলিস আই. টি (I.T) এর অধিনে” দারুল ইফতা আহলেস সুন্নাত” মোইল অ্যাপ্লিকেশন (App lication)ও এসেগেছে এবং আরো উন্নত করাতে চলমান। আল্লাহ পাক “দারুল ইফতা আহলে সুন্নাত”কে আরো উন্নত দান করুন। আমিন।
সুরমা লাগানো আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এরই প্রিয় একটি সুন্নাত। তাজেদারে মদীনা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন শয়ন করতে যেতেন তখন নিজের মোবারক চোখে সুরমা লাগাতেন। তাই আমাদেরও শোয়ার পূর্বে সুন্নাতের অনুসরনের নিয়্যতে নিজের চোখে সুরমা লাগানো উচিৎ। এতে আমরা সুরমা লাগানোর সুন্নাতের সাওয়াবও পাবো আর সাথে সাথে এর দুনিয়াবী উপকারীতাও অর্জন হবে। আমাদের প্রিয় নবী, মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ