Book Name:Jamal e Mustafa
وَسَلَّم নিজের পবিত্র মাথা মোবারক ও দাঁড়ি মোবারকে তেল লাগাতেন, চিরুনী করতেন, মাথারা মাঝে সিঁথী কাটতেন।
হযরত আবু হুরাইরা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত: হুযুর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “যার চুল আছে সে যেন তার যত্ম নেয়।” (অর্থাৎ তা ধৌত করবে, তেল লাগাবে এবং আঁচড়াবে)। (আবু দাউদ শরীফ, ৪র্থ খন্ড, ১০৩ পৃষ্ঠা, হাদীস: ৪১৬৩) মহিলাদের নাক ইত্যাদি ছেদন করা জায়িয। (রদ্দুল মুহতার, ৯ম খন্ড, ৫৯৮ পৃষ্ঠা) অনেকে ছেলেদেরও কান ছেদন করে এবং তাতে রিংও পরিয়ে থাকে, এটা নাজায়িয অর্থাৎ ছেলেদের কান ছেদন করাও নাজায়িয এবং এতে অলংকার পরিধান করাও নাজায়িয। (রদ্দুল মুহতার, ৯ম খন্ড, ৫৯৮ পৃষ্ঠা) মহিলাদের হাতে পায়ে মেহেদী লাগানো জায়িয। ছোট বাচ্চা ছেলেদের হাতে পায়ে মেহেদী লাগানো নাজায়িয এবং ছোট বাচ্চা মেয়েদের মেহেদী লাগানোতে কোন সমস্যা নেই। (রদ্দুল মুহতার, ৯ম খন্ড, ৫৯৯ পৃষ্ঠা) হযরত আবু হুরাইরা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; হুযুর পুরনূর, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট এক হিজড়াকে উপস্থিত করা হলো, যে তার হাত ও পায়ে মেহেদী দ্বারা রঙ্গিন করেছিলো। ইরশাদ করলেন: “এর কি অবস্থা?” (অর্থাৎ সে কেন মেহেদী লাগালো?) লোকেরা বললো: সে মহিলাদের নকল করছে। আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আদেশ দিলেন: “একে শহর থেকে বের করে দাও।” সুতরাং তাকে শহর থেকে বের করে দেয়া হলো। মদীনা মুনাওয়ারা থেকে বের করে “নকীঈ” নামক স্থানে পাঠিয়ে দেয়া হলো। (আবু দাউদ শরীফ, ৪র্থ খন্ড, ৩৬৮ পৃষ্ঠা, হাদীস: ৪৯২৮)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! হিজড়াটি মহিলাদের নকল করছিলো অর্থাৎ হাত পায়ে মেহেদী লাগিয়ে ছিলো, এতে আমাদের প্রিয় নবী, মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার প্রতি কিরূপ অসন্তুষ্ট হলেন যে, তাকে শহর থেকে বের করে দিলেন।