Book Name:Jamal e Mustafa
হযরত আনাস رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি সকল সৌন্দর্যময় বস্তু দেখেছি, কিন্তু রাসূলুল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চেয়ে বেশি সুন্দর ও আকর্ষনীয় আমি কখনো দেখিনি। (সুবুলুল হুদা ওয়ার রাশ্শদ, ২য় খন্ড, ৭ পৃষ্ঠা)
দীদারে মুস্তফা মারহাবা মারহাবা,
আনওয়ারে মুস্তফা মারহাবা মারহাবা।
উম্মুল মু’মিনীন হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ
اللهُ عَنْہَا বলেন:
کَانَ رَسُوْلُ اللّٰهِ(صَلَّی
اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ واٰلِہٖ وَسَلَّمَ)اَحْسَنَ
النَّاسِ وَجْهًا وَاَنْوَرَهُمْ لَوْنًـا অর্থাৎ রাসূলুল্লাহ্ صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সবচেয়ে বেশি সুন্দর ও উজ্জ্বল বর্ণের ছিলেন। তিনি আরো বলেন: لَمْ
یَصِفْهُ وَاصِفٌ قَطُّ اِلَّا شَبَّهَ وَجْهَهُ بِالْقَمَرِ لَیْلَـةِ الْبَدْرِ
অর্থাৎ সেই ব্যক্তি হুযুর صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রশংসা ও সৌন্দর্য বর্ণনা করেছেন: সেই হুযুর পুরনূর صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে চৌদ্দ তারিখের চাঁদের সাথে তুলনা দিয়েছেন। وَکاَنَ
عَرْقُهُ فِیْ وَجْهِهِ مِثْلَ الْـلُـؤْلُـؤِ অর্থাৎ হুযুর صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ঘামের বিন্দুকে তাঁর নূরানী চেহারায় মুক্তার দানার মতো লাগতো।
(আল হাছায়েছুল কুবরা, বাবুল আয়াতি ফিল আরকাশ শরীফ, ১/১১৫)
অনুরূপভাবে সাহাবীয়ে রাসূল, হযরত জাবের বিন সামুরা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একবার আমি রাসূলুল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে চাঁদ্নী রাতে দেখলাম, তখন আমি একবার চাঁদের দিকে দেখছিলাম একবার হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নূরানী চেহারার দিকে দেখছিলাম, তখন আমার চোখে চাঁদের চেয়েও হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চেহারাকে আরো বেশি সুন্দর দেখাচ্ছিলো। (আল শামাইলুল হামিদিয়া, লিত তিরমিযী, বাবু মা-জা ফি খলকি রাসূলিল্লাহ্, ২৪ পৃষ্ঠা, হাদীস: ৯)
রিফআতে মুস্তফা মারহাবা মারহাবা,
ইন্আমে মুস্তফা মারহাবা মারহাবা।
প্রিয় ইসলামী ভাইয়েরা! নবীয়ে রহমত, শফিয়ে উম্মত, মুস্তফা জানে রহমত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সৌন্দর্য ও উৎকর্ষতা সম্পর্কে সাহাবায়ে কিরামদের عَلَیۡہِمُ الرِّضۡوَان মনমাতানো বর্ণনাগুলো শুনে আশিকানে রাসূলের অন্তর খুশিতে আন্দোলিত হচ্ছে।