Book Name:Hazrat Talha Bin Ubaid Ullah
আমি এই অদ্ভূত ঘটনা দ্বারা প্রভাবিত হয়ে আমার সকল গোনাহ থেকে তাওবা করি আর দুনিয়ার প্রতি অনাসক্ত হয়ে নিজ প্রতিপালকের দিকে মনোযোগী হয়ে গেলাম। (কাশফুল মাহজুব, ৩৮৩ পৃষ্ঠা)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! ক্ষুধার্ত বাঘ নিজ শিকার অন্য প্রাণীকে ইসার (আত্মত্যাগ) করে ক্ষুধা সহ্য করার সর্বোওম উদাহরণ প্রতিষ্টা করেছেন এবং আল্লাহ পাকের দানক্রমে সে বাঘ কেমন সুন্দর উপদেশ দিলেন, “একলোকমার ইসার (আত্মত্যাগ) তো কুকুরের কাজ” পুরুষের উচিত যে নিজের প্রাণ উৎসর্গ করে দেয়া। নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি কোন জিনিসের আকাংখা রাখে, অতঃপর সেই আকাংখাকে দমিয়ে রেখে নিজের উপর অন্যকে প্রাধান্য দেয় তবে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন।
(ইন্তিহাফুস সাদাত লিযযুবাইদি, ৯/ ৭৭৯)
ইসারের (আত্মত্যাগ) সাওয়াব ফ্রিতে পাওয়ার ব্যবস্থা পত্র:
হায়! আমাদেরও ইসারের সাওয়াব নসিব হতো, যদি খরচ করতে মন না চায় তাহলে খরচ করা ছাড়াও ইসারের অনেক সুযোগ পাওয়া যায়। উদাহরণ স্বরূপ কোথাও দাওয়াতে গেলেন সবার জন্য খাবার দেয়া হলো তখন আমরা ভালো মাংসের টুকরা ইত্যাদি এই জন্য উঠাবো না যেনো আমাদের অন্য ভাই সেটা খেয়ে নেয়। গরমে রুমের ভিতর বা সুন্নাত প্রশিক্ষণের মাদানী কাফেলাতে মসজিদের মধ্যে অনেক ইসলামী ভাই ঘুমাতে চায়, নিজেই ফ্যানের নিচে দখল করার পরিবর্তে অন্য ইসলামী ভাইকে সুযোগ দিয়ে ইসারের সাওয়াব অর্জন করতে পারবে। অনুরুপ বাস কিংবা ট্রেনের মধ্যে ভীড়ের সময় অন্য ইসলামী ভাইয়কে সম্মানার্তে নিজের সিটে বসিয়ে নিজে দাড়িয়ে, কারে সফর করার সময় আরাম হওয়া সত্ত্বেও অন্য ইসলামী ভাইয়ের জন্য কুরবানি দিয়ে তাকে কারে বসিয়ে আর নিজে পায়ে হেটে বা বাস ইত্যাদিতে সফর করে, সুন্নাতে ভরা ইজতিমা ইত্যাদিতে আরামদায়ক স্থান মিলে যায় তাহলে অন্য ইসলামী ভাইয়ের জন্য স্থান প্রশস্ত করে বা তাকে সে জায়গা দিয়ে, খাবার কম হলো আর আহারকারী বেশি হলে তখন নিজে কম খেয়ে কিংবা একেবারে না খেয়ে আর এভাবে অগনিত সুযোগে নিজের নফসকে একটু কষ্ট দিয়ে ফ্রিতে ইসারের সাওয়াব অর্জন করা যেতে পারে। (মদীনার মাছ, ২৭ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد