Book Name:Hazrat Talha Bin Ubaid Ullah
কিতাবে উপকারী তথ্যের সাথে সাথে শেষের দিকে ভালো ভালো নামের তালিকাও দেয়া হয়েছে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দানশীলতা:
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদেরও নিজ সন্তানদের ভালো নাম রাখার পাশা-পাশি তাদের ভালো শিক্ষাও দেয়া উচিত, দুনিয়ার ভালবাসায় মত্ত থাকা, অর্থ উপার্জনের আগ্রহে ব্যস্ত থাকার পরিবর্তে তাদেরকে আল্লাহ পাকের ভয় ভীতি ও নবী প্রেমের পাশা-পাশি নেকীর দিকে আগ্রহ ও আখিরাতের চিন্তার বিষন্নতার মন মানসিকতা সৃষ্টি করা উচিত। আল্লাহ পাকের নৈকট্য ও প্রিয় বান্দারা বিশেষ করে হযরত আম্বিয়ায়ে কেরামগণ عَلَیْهِمُ السَّلَام সাহাবায়ে কিরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ দুনিয়া ও এর ভালবাসা থেকে অমুখাপেক্ষী হয়ে থাকেন। হযরত তালহা বিন উবাইদুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ ও এই মোবারক ব্যক্তিদের মধ্যে হতে একজন, তিনি رَضِیَ اللهُ عَنْہُ কখনো দুনিয়াতে মন লাগান-নি আর যা উপার্জন করেছেন তা সঞ্চয় করার পরিবর্তে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ পাকের পথে দান করে দিয়েছেন।
বর্ণিত রয়েছে: একবার হযরত তালহা বিন উবাইদুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ এর নিকট রাতে হাযরামাউত থেকে সাত লাখ দিরহাম এসে পৌঁছলে তিনি খুব ব্যকুল হয়ে গেলেন। তাঁর সম্মানীত স্ত্রী আরয করলেন: আজ আপনার কি হয়ে গেলো? বললেন: আমি এই কারণে চিন্তিত যে, যে বান্দার রাত আল্লাহ পাকের দরবারে ইবাদতের মধ্যে অতিবাহিত হয়, ঘরের মধ্যে এই পরিমাণ সম্পদের উপস্থিতিতে আজ তার দরবারে কিভাবে উপস্থিত হবো? তখন মাদানী চিন্তার ধারক তাঁর স্ত্রী খুবই আদব সহকারে আরয করলেন: এতে চিন্তিত হওয়ার কি আছে? আপনি আপনার গরীব বন্ধুদের কথা কেন ভুলে যাচ্ছেন? সকাল হওয়া মাত্রই তাদেরকে ডেকে সমস্ত সম্পদ তাদের মাঝে বন্টন করে দেওয়ার নিয়্যত করে নিন,আর এখন খুব প্রশান্ত মনে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে যান,নেককার স্ত্রীর এ কথা শুনে তাঁর অন্তর খুশিতে ব্যাকুল হয়ে গেলো আর বললেন: আপনি আসলেই নেককার পিতার নেককার কন্যা।