Hazrat Talha Bin Ubaid Ullah

Book Name:Hazrat Talha Bin Ubaid Ullah

    প্রিয় ইসলামী ভাইয়েরা! জেনে নিন, এই নেককার পিতার নেককার কন্যা আর কেউ নন, বরং আমীরুল মুমিনীন হযরত আবু বকর সিদ্দিক  رَضِیَ اللهُ عَنْہُ এর কন্যা চোখের মণি হযরত উম্মে কুলছুম رَضِیَ اللهُ عَنْہَا ছিলেন:

    অতঃপর সকাল হওয়া মাত্রই হযরত তালহা বিন উবাইদুল্লাহ
رَضِیَ اللهُ عَنْہُ মুহাজির আনসারগণের মাঝে সম্পদ বন্টন করা শুরু করে দিলেন এবং এর থেকে কিছু অংশ আমীরুল মুমিনীন হযরত আলী মুরতাদ্বা শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ এর খিদমতেও পাঠিয়ে দিলেন হঠাৎ তাঁর সম্মানীত স্ত্রী উপস্থিত হলেন আর আরয করলেন: হে আবু মুহাম্মদ! এই সম্পদের মধ্যে আমাদের কি কোন অংশ রয়েছে? তিনি বললেন: আপনি কোথায় ছিলেন? ঠিক আছে যেগুলো অবশিষ্ট রয়েছে তা আপনি সব নিয়ে নিন স্ত্রী বললেন: যখন আমি অবশিষ্ট সম্পদ হিসাব করলাম তখন তা শুধুমাত্র এক হাজার (১০০০) দিরহাম অবশিষ্ট ছিলো

(সিয়রু আলামিননুবলা, তালহা বিন উবাইদুল্লাহ, .... শেষ, /১৯, নং সংকলিত)

আল্লাহ পাকের সাথে ব্যবসার উপকারীতা:

    প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত তালহা বিন উবাইদুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ এর মত যে কেউ আল্লাহ পাকের পথে একনিষ্ঠতা ভালো নিয়্যত সহকারে সম্পদ ব্যয় করে আল্লাহ পাক তাকে দুনিয়া আখিরাতে তাঁর বরকত প্রতিদান এবং সাওয়াব দ্বারা ধন্য করেন যেমন পারা সূরা বাক্বারার আয়াত ২৪৫ এর মধ্যে ইরশাদ করেন:

مَنۡ ذَا الَّذِیۡ یُقۡرِضُ اللّٰہَ  قَرۡضًا حَسَنًا فَیُضٰعِفَہٗ لَہٗۤ اَضۡعَافًا کَثِیۡرَۃً ؕ       وَ اللّٰہُ یَقۡبِضُ وَ یَبۡصُۜطُ  ۪       وَ اِلَیۡہِ  تُرۡجَعُوۡنَ (۲۴۵)

(পারা বাক্বারা ২৪৫)

কানযুল ইমান থেকে অনুবাদ: এমন কেউ আছো, যে আল্লাহকে উত্তম কর্জ দেবে? তবে আল্লাহ তার জন্য অনেক গুণ বর্ধিত করে দেবেন এবং আল্লাহ সংকোচন প্রশস্ত করেন আর তোমাদেরকে তাঁরই  দিকে ফিরে যেতে হবে

    সদরুল আফাযীল হযরত আল্লামা মাওলানা মুফতি সৈয়্যদ মুহাম্মদ নঈম উদ্দীন মুরাদাবাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِখাযায়িনুল ইরফান” এই আয়াত প্রসঙ্গে বলেন: (আল্লাহ পাক) আল্লাহর রাস্তায় খরচ করাকে উওম কর্জ হিসেবে আখ্যায়িত করেছেন, (কেননা) বান্দা তাঁর সৃষ্টি আর বান্দার সম্পদ তাঁরই দানকৃত, প্রকৃত মালিক তিনি আর বান্দা তাঁর দানক্রমে