Book Name:Hazrat Talha Bin Ubaid Ullah
নেক আমল নম্বর ৩৯ এর প্রতি উৎসাহ:
প্রিয় ইসলামী ভাইয়েরা! ইসারের উৎসাহ পাওয়া ও অন্যান্য নেক আমলের অভ্যাস গড়ার জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং যেলী হালকার ১২ দ্বীনি কাজে অংশগ্রহণ করুন, আশিকানে রাসূলের সাথে মাদানী কাফেলাতে সফর এবং “নেক আমল” এর পূস্তিকা পুরণ করার অভ্যাস গঠে তুলুন। শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত “৭২ নেক আমল” এর মধ্যে একটি নেক আমল নম্বর ৩৯ রয়েছে আপনি কি আজ কিছু সময়ের জন্য “মাদানী চ্যানেল” দেখেছেন?
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه! মাদানী চ্যানেল ১০০% ইসলামী চ্যানেল আর এর বিভিন্ন অনুষ্ঠানে নেকীর দাওয়াত, সুন্নাত ও ফরয উলুম শিখানো হচ্ছে আপনি আপনার ঘরে মাদানী চ্যানেল দেখার অভ্যাস করুন। اِنْ شَآءَ الله অনেক কিছু শিখতে পারবেন আর প্রত্যেক সাপ্তাহিক অনুষ্ঠিত মাদানী মুযাকারা দেখার দৃঢ় নিয়্যত করে নিন মাদানী মুযাকারাতে শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বিভিন্ন প্রশ্নের হিকমত পূর্ণ উত্তর প্রদান করেন। মাদানী মুযাকারাতে জ্ঞানের ভান্ডার অর্জন হয় আর অনেক দ্বীনি বিষয় শিখা যায়।
হাদীস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা:
প্রিয় ইসলামী ভাইয়েরা! এখনি আমরা হযরত তালহা বিন উবাইদুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ এর ইসারের (আত্মত্যাগ) স্পৃহা সম্পর্কে শুনলাম এবং ইসারের সাওয়াব অর্জন করার কিছু নিয়মও শিখলাম। মনে রাখবেন! সাহাবায়ে কিরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ থেকে পাওয়া এই পবিত্র অভ্যাস ও গুণাবলি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শিক্ষারই প্রতিফলন। সাহাবায়ে কিরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ অধিকাংশ সময় প্রিয় নবীর শুভদৃষ্টির দর্শনে অনন্দিত ও খুশি হতেন। হুযুর পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সংস্পর্শে থেকে প্রত্যেক বিষয়ে দিক নির্দেশনা নিতেন এবং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সত্য মুখে প্রদর্শিত বর্ণনা শুনে না শুধুমাত্র নিজে আমল করতেন বরং কম বেশি করা ব্যতিত অত্যন্ত সতর্কতার সাথে লোকদের নিকট পৌঁছাতেন।
যদি কোন বিষয়ে বিন্দু পরিমাণও সন্দেহ হতো, তবে এই শব্দসমূহ নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নয় তাহলে কখনো বর্ণনা করতেন না । এই কারণে কতিপয় ঐ