Hazrat Talha Bin Ubaid Ullah

Book Name:Hazrat Talha Bin Ubaid Ullah

থেকে বের করে সেই কবরে দাফন করে দিলেন অনেক বছর অতিবাহিত হওয়ার পরেও তাঁর رَضِیَ اللهُ عَنْہُ পবিত্র শরীর নিরাপদ একেবারেই তরতাজা ছিলো

(উসদুল গাবাহ, তালহা বিন ওবাইদুল্লাহ আততামিমি, ৩য় খন্ড, ৮৭ পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তা করুন, কাঁচা কবর যেটা পানিতে ডুবে থাকে, এর মধ্যে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পরেও একজন সাহাবীর শরীর মোবারক নিরাপদ তরতাজা রয়েছে তাহলে হযরত আম্বিয়া عَلَیْهِمُ السَّلَام বিশেষ করে সায়্যিদুল আম্বিয়া, রাসূলে পাক, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র শরীরের নিরাপত্তা মর্যাদার অবস্থা কি হবে আর আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণীও বিদ্যমান: اِنَّ اللّٰہَ حَرَّمَ عَلَی الْاَرْضِ اَنْ تَاکُلَ اَجْسَادَ الْاَنْبِیَاءِ (মিশকাত, ১২১ পৃষ্ঠা) (অর্থাৎ আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام এর শরীর ভক্ষণ করা জমিনের উপর হারাম করে দিয়েছেন) অনুরুপভাবে এই রেওয়াত থেকে এটাও জানা যায় যে, শহীদগণ তাদের প্রকৃত জীবনের পাশাপাশি আপন আপন কবরে জীবিত কেননা যদি তারা জীবিত না হতেন তাহলে কবরে পানি পূর্ন হওয়াতে তাদের কি কষ্ট হতো? আর এটাও জানা গেলো, শহীদগণ স্বপ্নে এসে তাদের অবস্থাদি সম্পর্কে অবহিত করেন কেননা আল্লাহ পাক তাদের এই শক্তি দান করেছেন যে, তারা স্বপ্নে বা জাগ্রত অবস্থায় নিজ কবর থেকে বের হয়ে জীবিতদের সাথে সাক্ষাৎ কথা-বার্তা বলতে পারেন এখন চিন্তা করুন যে, যখন শহীদগণের এই অবস্থা তাদের শরীরের মর্যাদা এরূপ, তাহলে আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام বিশেষ করে হুযুর পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শারীরিক জীবন এবং তাঁর প্রভাব, ক্ষমতার কি অবস্থা হবে

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষ করার পূর্বে সুন্নাতের ফযীলত কিছু সুন্নাত আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালবাসে সেই (মূলত) আমাকে ভালবাসলো আর যে আমাকে ভালবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে

(মিশকাতুল মাসাবিহ, ১ম খন্ড, ৫৫ পৃষ্ঠা, হাদীস: ১৭৫ দারুল কুতুবুল ইলমিয়্যা বৈরুত)

নখ কাটার সুন্নাত ও আদব

    হে আশিকানে রাসূল! আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা ১০১ মাদানী ফুল থেকে নখ কাটার কতিপয় সুন্নাত আদব শুনবো: