Hazrat Talha Bin Ubaid Ullah

Book Name:Hazrat Talha Bin Ubaid Ullah

কারামতে সাহাবা কিতাবের পরিচিতি

    মাকতাবাতুল মদীনার আকর্ষনীয় কিতাব কারামতে সাহাবা এর মধ্যে হযরত তালহা বিন উবাইদুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ এর ইন্তেকালের পর প্রকাশ হওয়া একটি কারামত লিপিবদ্ধ রয়েছে: আরয করছি; প্রথমে কারামতে সাহাবা এই কিতাবের কিছু পরিচিতি আপনাদের সামনে উপস্থাপন করছি:

    মাকতাবাতুল মাদীনার এই সুন্দর দ্বীনি বিষয়াদীতে ভরপুর কিতাব খলিফা মুফতিয়ে আজম হিন্দ শায়খুল হাদীস: হযরত আল্লামা আব্দুল মুস্তফা আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর রচিত কিতাব, যেটা ৩৪৬ পৃষ্ঠা সম্বলিত এই কিতাবে তিনি رَضِیَ اللهُ عَنْہُ সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ এর কারামত আলোচনা করার পাশা-পাশি কারামতের পরিচিতি, এর প্রকার সমূহ উদাহরণ বর্ণনা করেছেন এবং আশারায়ে মুবাশশারা অন্যান্য সাহাবায়ে কিরাম رَضِیَ اللهُ عَنْہُمْ  এর সংক্ষিপ্ত জীবনীও এই কিতাবের বিভিন্ন জায়গায় সুগন্ধি ছড়াচ্ছে দাওয়াতে ইসলামীর ইলমি গবেষণা বিভাগ আল মদীনাতুল ইলমিয়া আধুনিক যুগের চাহিদা সামনে রেখে এই কিতাবে বিদ্যমান আয়াত সমূহ, হাদীসে মোবারাকা, রেওয়ায়েত ফিকহের মাসআলা প্রভৃতির মূল উৎসহ থেকে যতটুকু সম্ভব যাচাই বাচাই সঠিক নিরীক্ষণ করার সৌভাগ্য অর্জন করেছে

    দাওয়াতে ইসলামীর ওয়েবসাইট (www.dawateislami.net) থেকেও এই কিতাব পড়তে পারবেন ডাউনলোডও করতে পারবেন এবং প্রিন্ট আউটও করতে পারবেন। এই কিতাবের ১১৮ পৃষ্ঠাতে রয়েছে: শাহাদাতের পর হযরত তালহা বিন উবাইদুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ কে বসরার নিকটে দাফন করা হয়েছে। কিন্তু যে স্থানে তাঁর رَضِیَ اللهُ عَنْہُ কবর শরীফ নির্মাণ করা হয়েছিলো তা ছিলো নিম্নভূমি (গভীর) একারণে কবর মোবারক কখনে কখনো পানিতে ডুবে যেতো, তিনি رَضِیَ اللهُ عَنْہُ এক ব্যক্তিকে বার বার ধারাবাহিকভাবে স্বপ্নে এসে নিজ কবর পরিবর্তন করার নির্দেশ দিলেন,অতঃপর  সেই ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ কে নিজ স্বপ্নের কথা বর্ণনা করলেন: তখন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ দশ হাজার দিরহামের বিনিময়ে একজন সাহাবি থেকে জায়গা ক্রয় করে তাতে কবর খনন করলেন এবং হযরত তালহা বিন উবাইদুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ  এর পবিত্র লাশকে পুরাতন কবর