Book Name:Hazrat Talha Bin Ubaid Ullah
শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আজ আশরায়ে মুবাশশারা অর্থাৎ সেই দশজন সাহাবায়ে কিরাম رَضِیَ اللهُ عَنْہُمْ اَجْمَعِين যাদেরকে হুযুর নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন, তাদের মধ্যে একজন উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবির জীবনি মোবারকের কিছু দিক বর্ণনা করার সৌভাগ্য অর্জন করবো। সৈয়্যদি আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কতইনা সুন্দর বলেছেন:
ওয়ো দসো জিনকো জান্নাতকা মুঝদা মিলা,
উস মোবারক জামাআত পে লাখো সালাম।
(হাদায়িকে বখশিশ, মাকতাবুল মদিনা, ৩১১ পৃষ্ঠা)
সর্বপ্রথম হযরত তালহা বিন উবায়দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ এর মোবারক জীবনির একটি ঘটনা যেই ঘটনা তাঁর رَضِیَ اللهُ عَنْہُ ইসলাম গ্রহন করার মূল কারণ হয়েছে, সেটি র্বণনা করা হবে। এরপর এ মহান সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ এর নাম, বংশ, ও উপমা, উপাধি এবং হুযুর পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে তার আত্মীয়তার সম্পর্কের আলোচনা করা হবে। তারপর তার অবয়ব, দুনিয়ার প্রতি অনাসক্তি, দানশীলতা এবং আরো কিছু মর্যাদা তুলে ধরা হবে। পরিশেষে তার ইন্তেকালের উত্তম আলোচনা করার পাশা পাশি নক কাটার মাদানী ফুলও বর্ণনা করা হবে, আসুন প্রথমে একটি ঘটনা শ্রবণ করি।
বসরার পাদ্রী ও কুরাইশ বংশীয় ব্যবসায়ী
নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নবুয়ত প্রকাশের পূর্বে আমীরুল মুমিনীন হযরত আবু বকর সিদ্দীক رَضِیَ اللهُ عَنْہُ এর গোত্র বনু তামিমের একজন ব্যবসায়ী ব্যবসার উদ্দেশ্যে বসরায় গেলেন। যখন বাজারে পৌঁছলেন তখন দেখলেন; একজন পাদ্রী নিজ উপাসনালয়ে (গীর্জা) উপস্থিত লোকদের বলছিলেন: আরব ভূখণ্ড থেকে আগত ঐ সকল সম্মানিত