Book Name:Hazrat Talha Bin Ubaid Ullah
কথা শুনে প্রভাবিত হওয়া এই কুরাইশী ব্যবসায়ী শেষ পর্যন্ত রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বরকতময় আঁচলের সাথে সম্পৃক্ত হয়ে মুসলমান হয়ে গেলেন। আর যখন তিনি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে পাদ্রীর কথা বর্ণনা করলেন তখন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অনেক খুশি হলেন।
(দালায়িলুল নবুয়ত লিল বায়হাকী, ২/ ১৪৪)
প্রিয় ইসলামী ভাইয়েরা! কুরাইশের সেই সৌভাগ্যবান ব্যবসায়ী আর কেউ নন বরং আশরায়ে মুবাশশারার অর্থাৎ দশজন জান্নাতের সু সংবাদ প্রাপ্ত সাহাবাগনের মধ্যে হতে প্রিয় সাহাবী হযরত তালহা বিন উবাইদুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ ছিলেন। আসুন!বরকত ও রহমত লাভের জন্য তাঁর رَضِیَ اللهُ عَنْہُ মোবারক জীবনীর কতিপয় দিক সম্পর্কে কিছু মাদানী ফুল শ্রবণ করি ।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
নাম ও বংশ, উপনাম ও উপাধি:
হযরত আল্লামা বদরুদ্দীন আইনী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ শরহে সুনানে আবি দাউদ এর মধ্যে তাঁর رَضِیَ اللهُ عَنْہُ বংশের ধারাবাহিকতা এভাবে বর্ণনা করেন: হযরত তালহা বিন উবাইদুল্লাহ বিন উসমান করশী তাইমি মাদানী رَضِیَ اللهُ عَنْہُ, তাঁর উপনাম আবু মুহাম্মদ, হুযুর পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সত্য প্রচারকারী পবিত্র মুখ দ্বারা তাকে اَلْفَیَّاض ، اَلْجُود , اَلْخَیْر, উপাধি দান করেন। যেমনটি হযরত তালহা বিন উবাইদুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ নিজেই বর্ণনা করেন: উহুদের যুদ্ধের দিন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে طَلْحَۃُالْخَیْر উশাইরার যুদ্ধে طَلْحَۃُ الْفَیَّاض ও হুনাইনের যুদ্ধে طَلْحۃُ الْجُوْد উপাধি দ্বারা আহ্বান করেছেন। (মুজামুল কবীর, ১/ ১১২, হাদীস: ১৯৭)
হযরত ইমাম আব্দুর রউফ মুনাভি
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ
বলেন, নবী করীম, রউফুর
রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাকে এসব উপাধি দ্বারা আহবান করার কারণ হলো
তিনি رَضِیَ اللهُ عَنْہُ
অধিকহারে দান করতেন। (ফয়যুল কদির,
হাদীসের ব্যখ্যা: ৫২৭৪,
৪র্থ খন্ড,
৩৫৭)
হযরত তালহা বিন উবাইদুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ মক্কায়ে মুকাররমার অধিবাসী ছিলেন,
হযরত আবু বকর সিদ্দীক رَضِیَ
اللهُ عَنْہُ এর বনু তামীম গোত্রের
সাথে সম্পর্ক ছিলো,তাঁর সাথে হুযুর পাক
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এরও বংশীয় সম্পর্ক রয়েছে,
আমীরুল মুমিনীন হযরত আবু বকর সিদ্দীক