Book Name:Shair e Khuda Ka Zuhad

মাওলা আলীর মর্যাদা সম্বলিত প্রিয় নবীর ৩টি বাণী

          মুসলিম উম্মার চতুর্থ খলিফা, মাওলা আলী মুশকিল কুশা رَضِیَ اللهُ عَنْہُ -এর মর্যাদা অতি মহান ও সীমাহীন। তাঁর গুণাবলী আকাশের তারা ও বালির কণার ন্যায় অগণিত ও অবর্ণনীয়।

 

(১) প্রিয় নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ كُنْتُ مَوْلَاهُ فَعَلِى مَوْلَاهُ অর্থাৎ আমি যার মাওলা, আলী তাঁর মাওলা। অতঃপর প্রিয় নবী  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দোয়া করেন: اللَّهُمَّ وَالِ مَنْ وَالاهُ وَ عَادِمَنْ عَادَاهُ অর্থাৎ হে আল্লাহ পাক, যে আলীকে ভালবাসে তুমিও তাকে ভালবেসো এবং যে আলীর সাথে শত্রুতা পোষণ করে তুমিও তার সাথে শত্রুতা পোষণ   করো। (মুসান্নাফ ইবনে আবিশ শায়বা, কিতাবুল ফাযাইল, ৭ / ৪৯৯, হাদীস: ২৮)

 

(২) হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত: সর্বশেষ নবী, রাসূলে আরবী  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: اَلنَّظْرُ اِلیٰ وَجْہِ عَلِیٍّ عِبَادَۃٌ  অর্থাৎ আলীর মুখের দিকে তাকানোও ইবাদত।

(মুস্তাদরাক, কিতাবু মারেফাতিস সাহাবা, ৪ / ১১৮, হাদীস: ৪৭৩৭)

 

(৩) মুসলিম শরীফের হাদিস এবং এর বর্ণনাকারী স্বয়ং আলীউল মুরতাদ্বা رَضِیَ اللهُ عَنْہُ তিনি বলেন: সেই সত্তার শপথ, যিনি শষ্যকে বিদীর্ণ (অর্থাৎ শষ্য থেকে চারা বের) করেন, সেই সত্তার শপথ, যিনি রূহ সৃষ্টি করেছেন, নিশ্চয়ই নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে, اَنْ لَّا یُحِبَّنِیْ اِلّا مُؤْمِن وَ اَنْ لَّا یُبْغِضَنِیْ اِلّا مُنَافِق অর্থাৎ মুমিন ব্যতীত আমাকে কেউ ভালবাসবে না এবং মুনাফিক ব্যতীত আমার প্রতি কেউ বিদ্বেষ করবে না। (মুসলিম, কিতাবুল ঈমান, ৫০ পৃষ্ঠা, হাদিস: ৭৮)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

শেরে খোদার গুণাবলি

          প্রিয় ইসলামী ভাইয়েরা, মাওলায়ে কায়েনাত, মাওলা আলী শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ-এর অসংখ্য গুণাবলী রয়েছে। তাঁকে হাদিস শরীফে بابُ مَدِينَةِ الْعِلْمِ অর্থাৎ জ্ঞানের শহর বলা হয়েছে। (মুজামে-কবীর, ৫/ ২৬৪, হাদিস: ১০৮৯৮)

 

*  তাঁর সাহসীকতা ও বীরত্বের কোনো তুলনা হতে পারে না। তাঁর বীরত্ব ও সাহসের কথা বলতে গিয়ে এও বলা হয়েছে: لَا سَیْفَ اِلَّا ذُوالْفِقَارِ وَلَا فَتٰی اِلَّا عَلِیٌّ অর্থাৎ আলী ব্যতীত কোনো যুবক নেই, যুলফিকার ব্যতীত কোনো তরবারি নেই। (তারিখে মদীনা দামেশক, ৪২/৭১)

 

*  মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর তাকওয়া, তাঁর পরহেযগারিতা, খোদাভীরুতা, নবী প্রেম, ইবাদতে আগ্রহ, মোটকথা: এমন অগণিত অসংখ্য গুণাবলী রয়েছে যা মাওলা আলী শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ-এর  জীবনী নিয়ে রচিত গ্রন্থসমূহের প্রায় প্রতিটা পৃষ্ঠায় পাওয়া যায়।