Book Name:Shair e Khuda Ka Zuhad

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

প্রাপ্ত বয়স্কদের মাদরাসাতুল মদীনা

          প্রিয় ইসলামী ভাইয়েরা, দাওয়াতে ইসলামীর ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো প্রাপ্ত বয়স্কদের মাদরাসাতুল মদীনা।

 

          اَلْحَمْدُ لِلّٰه! দাওয়াতে ইসলামীর অধীনে দেশ-বিদেশে শত শত মাদরাসাতুল-মদীনা পরিচালিত হচ্ছে। যেখানে বয়স্ক ইসলামী ভাইদের বিশুদ্ধভাবে তাজবীদ ও মাখরাজ সহকারে পবিত্র কুরআন শেখানোর পাশাপাশি হয় প্রয়োজনীয় বিভিন্ন সুন্নাত ও আদব শেখানো হয়। আপনিও যদি পড়ানোর যোগ্যতা রাখেন তাহলে প্রাপ্ত বয়স্কদের মাদরাসাতুল মদীনায় পড়ান, অন্যথায় পড়ার নিয়ত করুন।

 

রমযান ইতিকাফ বিভাগ

          রমযান ইতিকাফ হলো আমাদের প্রিয় নবী  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর প্রিয় সুন্নত। اَلْحَمْدُ لِلّٰه নূর নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই প্রিয় সুন্নতকে পরিপূর্ণভাবে জীবিত করার লক্ষ্যে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন  দাওয়াতে ইসলামের অধীনে দেশ ও দেশের বাইরে অসংখ্য মসজিদে সম্পূর্ণ রমযান মাস এবং বিশেষ করে রমযানের শেষের দশদিন দশকে সম্মিলিতভাবে ধর্মপ্রাণ ইসলামী ভাইয়েরা ইতিকাফ করে থাকে। এর জন্য "রমযান ইতিকাফ" নামে একটি বিভাগও প্রতিষ্ঠা করা হয়েছে। এই বিভাগের করণীয় কাজ হলো: ইতিকাফে অংশগ্রহণকারীদের সম্পূর্ণ মাস রুটিন অনুযায়ী পরিচলনা করা। পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামায, ইশরাক, চাশত, আওয়াবীনের নামাজ ও সালাতুত তাওবার নফল নামাজ সহজেই আদায় করা যায়। ইতিকাফরত ইসলামী ভাইদের অযু, গোসল, নামাজ ও অন্যান্য প্রয়োজনীয় বিধি-বিধান শেখানো হয়। বিভিন্ন সুন্নাত ও দোয়া মুখস্ত করানো হয়। এছাড়াও বিভিন্ন সময় প্রশিক্ষিত মুবাল্লিগদের মাধ্যমে ঈমান সতেজকারী নসীহত প্রদানের ব্যবস্থা করা হয়। ইফতারের সময় মনোমুগ্ধকর দোয়া ও মোনাজাতের মনোরম পরিবেশ তৈরি হয় এবং সর্বোপরি শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ মাদানী মুযাকারা করে থাকেন।

 

ইতিকাফের সুন্নাত ও আদব

          হে আশিকানে রাসুল, আসুন! ইতিকাফের কিছু সুন্নাত ও আদব শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমেই ইতিকাফ সম্পর্কিত প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর মহিমান্বিত দু’টি বাণী শুনে নেই: (১) ইরশাদ হচ্ছে: যে ব্যক্তি ঈমান সহকারে সাওয়াব অর্জনের নিয়তে ইতিকাফ করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে। (জামেউস সগীর, ৫১৬ পৃষ্ঠা, হাদিস নং-৮৪৮০) (২) ইরশাদ হচ্ছে: যে রমযানুল মুবারকে শেষের ১০ দিন ইতিকাফ করলো, সে যেন দু’টি হজ্ব ও ওমরা করলো। (শুয়াবুল ঈমান, ৩/৪২৫, হাদিস নং-৩৯৬৬) ô রমযানুল মুবারকের শেষ দশকের ইতিকাফ সুন্নাতে মুয়াক্কাদা আলাল কিফায়া অর্থাৎ যদি সবাই ছেড়ে দেয় তবে সবাইকেই এর জবাবদীহিতা করতে