Book Name:Shair e Khuda Ka Zuhad

শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ -এর অল্পতুষ্টি

          প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের আক্বা, মাওলায়ে কায়েনাত মাওলা আলী শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ-এর পরহেযগারিতার কী শান! তিনি ছিলেন আমীরুল-মুমিনীন, মুসলমানদের খলিফা, সিংহাসন ও রাজত্ব ছিল তাঁর অধীনে, তিনি চাইলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। কিন্তু তিনি তাকওয়া, পরহেযগারিতা, ধৈর্য ও অল্পতুষ্টির মধ্যেই জীবন যাপন করেছেন। হযরত সুভিদ বিন গাফলা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি একদিন আমীরুল মুমিনীন হযরত মাওলায়ে কায়েনাত, আলীউল মুরতাদ্বা শেরে  খোদা  رَضِیَ اللهُ عَنْہُ -এর নিকট দারূল আমারাত কুফায় উপস্থিত হই। তাঁর সামনে যব শরীফের রুটি এবং এক বাটি দুধ রাখা ছিল এবং রুটিটি এতটাই শুকনো ও শক্ত ছিল যে, কখনো হাত দিয়ে আবার কখনো হাঁটুর ওপর রেখে ছিড়তেন। এটা দেখে আমি তাঁর দাসী ফিদ্বা رَضِیَ اللهُ عَنْہُا -কে বললাম: আপনার কি তাঁর প্রতি মায়া হয় না? একটু দেখুন না, রুটির সাথে ভুসি লেগে আছে, তাঁর জন্য যব শরীফ ছেঁকে নরম রুটি রান্না করুন, যাতে ছিড়তে কোনো অসুবিধা না হয়। ফিদ্বা رَضِیَ اللهُ عَنْہُا  জবাবে বলেন: আমীরুল মুমিনীন رَضِیَ اللهُ عَنْہُ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যেন, তাঁর জন্য আমি কখনও জব শরীফ ছেঁকে রান্না না করি। এমন সময় আমীরুল মুমিনীন رَضِیَ اللهُ عَنْہُ আমার দিকে তাকিয়ে বলেন: হে ইবনে গাফলা, এই দাসীকে কী বলছ? আমি যা বলেছিলাম তা আরজ করলাম এবং আবেদন করলাম: হে আমীরুল মুমিনীন, নিজের আত্মার প্রতি সদয় হোন এবং এতো পরিশ্রম ত্যাগ করুন। তখন তিনি বলেন: হে ইবনে গাফলা, উভয় জাহানের মালিক ও মুখতার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এবং তাঁর পরিবারবর্গ কখনও লাগাতার তিন দিন পর্যন্ত গমের রুটি পেট ভরে আহার করেননি এবং না কখনও প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর জন্য আটা ছেঁকে রান্না করা হয়েছে। মদীনা মুনাওয়ারায় ক্ষুধা সইতে না পেরে একদিন আমি মজদুরীর জন্য বের হই। বাইরে গিয়ে দেখি, এক মহিলা মাটির ঢিলা সংগ্রহ করে ভিজাতে চাচ্ছে। আমি তার সাথে প্রতি বালতি পানি একটি খেজুরের বিনিময়ে চুক্তি করি, এবং ১৬ বালতি পানি ঢেলে সে মাটি গুলো ভিজিয়ে দেয়। এমনকি আমার হাতে ফোস্কা পড়ে যায়। অতঃপর সেই খেজুরগুলো নিয়ে আমি হুজুরে আকরাম নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর পবিত্র দরবারে উপস্থিত হই। আর খেজুর উপার্জনের সমস্ত ঘটনা হুজূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -কে বলি। তখন হুজূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ও সেই খেজুরগুলো থেকে কিছু খেজুর আহার করেন। (তাযকিরাতুল খাওয়াস, ১১২ পৃষ্ঠা)

 

 

 

 

পোশাকে অনাড়ম্বরতা

          প্রিয় ইসলামী ভাইয়েরা, আমীরুল ম'মিনীন, হযরত আলীউল মুরতাদ্বা শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ -এর অনাড়ম্বরতার প্রতি আমাদের জীবন উৎসর্গ হোক। এত কষ্ট-যন্ত্রণা সহ্য করা সত্ত্বেও মুখে কখনো অভিযোগ করেননি। খাবারের পাশাপাশি তাঁর পোশাক পরিচ্ছেদও ছিলো অত্যন্ত  সাদামাটা। একবার তাঁর নিকট জিজ্ঞাসা করা হলো: আপনি আপনার পাঞ্জাবীতে তালি লাগান