Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Rasool

উপস্থিত ছিলেন * মুফতি ওয়াকার উদ্দীন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমীরে আহলে সুন্নাতকে তাঁর খেলাফত ও অনুমোদন দ্বারাও ধন্য করেন * মুফতি ওয়াকার উদ্দীন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ছাড়াও তাঁকে মুফতি শরীফুল হক আমজাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ও চার সিলসিলা (কাদেরীয়া, চিশতিয়া, নক্সবন্দীয়া এবং সোহরাওয়ার্দীয়া) এর খেলাফত দান করেছেন * সেপ্টেম্বর ১৯৮১ সালে আমীরে আহলে সুন্নাত আশিকানে রাসূলের মাদানী সংগঠন দাওয়াতে ইসলামীর যাত্রা শুরু করেন, যদিওবা তিনি আগেও নেকীর দাওয়াত দিতেন কিন্তু যখন দাওয়াতে ইসলামী প্রতিষ্ঠা করা হলো, তখন থেকে আমীরে আহলে সুন্নাত নেকীর দাওয়াত দেয়ার ধারাবাহিকতা শুরু করলেন * আমীরে আহলে সুন্নাত এই দ্বীনি উদ্দেশ্য; “আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে” অতঃপর এই দ্বীনি উদ্দেশ্য নিয়ে তিনি না দিন না রাত, অনবরত চেষ্টা করতে রইলেন, চেষ্টা করতে রইলেন, এই পর্যন্ত যে, আল্লাহ পাকের দয়া, তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কৃপাদৃষ্টি এবং আউলিয়ায়ে কেরাম رَحِمَہُمُ اللهُ السَّلَام এর ফয়যান নিয়ে দাওয়াতে ইসলামীর দ্বীনি পয়গাম পুরো বিশ্বে ছড়িয়ে পড়লো * প্রাথমিক পর্যায়ে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ অনেক কষ্ট করেছেন, তাঁর রাস্তায় বাধারও সম্মুখিন হতেন, অনেক দুষ্ট লোকেরা নেকীর দাওয়াতের এই দ্বীনি কাজকে مَعَاذَ الله! বাধা দেয়ার চেষ্টা করেছে কিন্তু তিনি থামলেন না বরং আল্লাহ পাকের রহমতের উপর ভরসা করে সামনে অগ্রসর হলেন * তিনি দূর দূরান্তে সফর করতেন * একদিনে কয়েকবার বয়ান করতেন * মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে, শহরে শহরে তাশরিফ নিতেন * মানুষকে নেকীর দাওয়াত দিতেন * কোথাও কেউ মারা গেলে মুসলমানদের সমবেদনা, মনজয় ও কল্যাণ করার স্পৃহা নিয়ে নিজ হাতে মৃত ব্যক্তিকে গোসল করাতেন, কাফন পরিধান করাতেন, জানাযার নামায পড়াতেন * সুখ ও দুঃখের সময় মুসলমানদের এমন মনজয় করতেন যে, সেও নেকীর দাওয়াতকে প্রসার করার জন্য তাঁর সফর সঙ্গী হয়ে যেতো।

          এইভাবে তিনি অটলতার সাথে নেকীর দাওয়াত দিতেন, তাঁর পরিপূর্ণ প্রচেষ্টার ফলে * যে বেনামাযী ছিলো সে নামাযী হলো বরং মসজিদের ইমাম হয়ে গেলো * কুদৃষ্টি দানকারী লজ্জাশীল হয়েছে * মা বাবাকে কষ্টদানকারী ভদ্র ব্যক্তিতে পরিণত হলো * চোর ও ডাকাত আসলো তো তাওবা করলো, চোরী, ডাকাতি ছেড়ে দিয়ে সমাজের ভদ্র লোক হয়ে গেলো * হিংসার আগুণে জ্বলন্ত ব্যক্তি কৃতজ্ঞ ও মঙ্গলকামী হয়ে গেলো * সিনেমা ও গান শোনার প্রতি আসক্ত ব্যক্তি নাতে মুস্তফা পাঠকারী হয়ে গেলো * দুনিয়ার নিকৃষ্ট গুনাহভরা প্রেম ভালোবাসায় আসক্ত ব্যক্তি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ভালোবাসার পাগল হয়ে গেলো * ধন ও সম্পদের পেছনে পলায়নকারী ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি প্রত্যাশাকারী হয়ে গেলো * মদ্যপায়ী আসলো তো তাওবা করে পবিত্র মানুষ হয়ে গেলো * উদাসিন আসলো তো ইবাদতগুজার হয়ে গেলো * পথহারা লোক সঠিক রাস্তা খুঁজে পেলো * হাজারো অমুসলিমের ইসলামের নিয়ামত নসিব হলো। এইভাবে এক এক করে দুই দুইজন করে আসা শুরু করলো তো নেকীর দাওয়াতের এই সফরে তাঁর সঙ্গী হয়ে গেলো, কাফেলা হয়ে আসতে লাগলো আর ! اَلْحَمْدُ لِلّٰه নেকীর দাওয়াতের এই দ্বীনি পয়গাম সারা পৃথিবীতে পৌঁছে গেলো।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد