Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Rasool

 

নবীপ্রেম ঈমানের প্রাণ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! এতে কোন সন্দেহ নেই যে, ইশকে রাসূল একটি অমূল্য রত্ন, মূল ঈমান বরং আমাদের ঈমানের প্রাণ। আল্লাহ পাক কুরআনুল করীমে ইরশাদ করেন:

تَرْضَوْنَہَاۤ  اَحَبَّ  اِلَیْکُمْ مِّنَ اللّٰہِ وَ رَسُوْلِہٖ  وَ جِہَادٍ فِیْ سَبِیْلِہٖ فَتَرَبَّصُوْا حَتّٰی یَاْتِیَ اللّٰہُ بِاَمْرِہٖ ؕ وَ اللّٰہُ  لَا یَہْدِی الْقَوْمَ  الْفٰسِقِیْنَ

(পারা: ১০, সূরা তাওবা, আয়াত: ২৪)    কানযুল ঈমান থেকে অনুবাদ: আপনি বলুন, ‘যদি তোমাদের পিতা, তোমাদের পুত্রগণ, তোমাদের ভাইগণ, তোমাদের পত্নীগণ, তোমাদের স্বগোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের সেই ব্যবসা-বাণিজ্য, যার ক্ষতি হবার তোমরা আশংখা করো এবং তোমাদের পছন্দের বাসস্থান এইসব বস্তু আল্লাহ ও তাঁর রাসূল এবং আল্লাহর পথে যুদ্ধ করা অপেক্ষা তোমাদের নিকট প্রিয় হয়, তবে পথ দেখো আল্লাহ তাঁর নির্দেশ আনা পর্যন্ত। এবং আল্লাহ ফাসিক্বদের সৎপথ প্রদান করেন না।

 

          এখানে দেখুন! মানুষ স্বভাবগতভাবে নিজের মাতা-পিতা, নিজের সন্তান-সন্তুনি, ভাই, বোন, বংশ এবং সম্পদ ইত্যাদিকে ভালোবাসে কিন্তু এই আয়াতে করীমায় আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন যে, যদি তোমাদের অন্তরে এসব জিনিসের ভালোবাসাও আমার মাহবুব
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ভালোবাসার চেয়ে বেড়ে যায় তাহলে তোমরা মূলত ক্ষতির মধ্যে প্রবেশ করেছো আর খুবই দ্রুত তোমাদেরকে আমার আযাব আবৃত করে নিবে।

          ! سُبْحَانَ الله প্রিয় ইসলামী ভাইয়েরা! এটা থেকে প্রতীয়মান হলো যে রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ভালোবাসা একজন মুমিনের জন্য না শুধুমাত্র ফরয বরং দুনিয়ার যেকোন আত্মীয়, যেকোন মূল্যবান জিনিস ও বস্তু ইত্যাদির ভালোবাসারও আগে।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

আমীরে আহলে সুন্নাতের ইশকে রাসূল

          প্রিয় ইসলামী ভাইয়েরা! শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ যেমনিভাবে অন্যান্য গুণাবলি ও পরিপূর্ণতায় নিজের উদাহরণ তিনি নিজেই, ঠিক তেমনিভাবে ইশকে রাসূলের ক্ষেত্রেও বর্তমান সময়ে তিনি তাঁর মতো দ্বিতীয়জন রাখেন না। * এটা নবীয়ে আকরাম
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর  প্রতি অসম্ভব ভালোবাসারই প্রতিফলন যে, আমীরে আহলে সুন্নাতের জীবন সুন্নাতে মুস্তফার রঙে সজ্জিত রয়েছে * তিনি একজন সত্যিকার ও আমল সম্পন্ন আশিকে রাসূল * তাঁকে ইশকে মদীনার উপাধি দ্বারা স্মরণ করা হয়ে থাকে * তিনি নবীপ্রেমে ত্রুন্দন করে থাকেন * মদীনার স্মরণে অশ্রু প্রবাহিত করেন * আর কখনো কখনো তো মুস্তফার স্মরণে এতো পরিমাণ কান্না করেন যে, অবলোকনকারীদেরও কান্না চলে আসে।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد