Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Rasool

          এটি হলো সাহাবায়ে কেরামগণের عَلَیْہِمُ الرِّضْوَان ভালোবাসার ধরনের সেই ফয়যান যা আল্লাহ পাক আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ কে নসিব করেছেন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সাহাবায়ে কেরাম ও প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি আবেগ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! সাহাবায়ে কেরামগণের رَضِیَ اللهُ عَنْہُمْ নবী প্রেমের এই অবস্থার মধ্যে একটি দিক এটাও ছিলো যে সাহাবায়ে কেরামের رَضِیَ اللهُ عَنْہُمْ হৃদয় থেকে কখনো সাক্ষাতের স্পৃহা কমে যেতো না। এরা দিনরাত আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খিদমতে উপস্থিত থাকতেন, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দিদার করতেন, কথা শুনতেন, কার্যাদি দেখতেন, তারপরও যখন ঘরে আসতেন, অথবা কিছুক্ষণ পৃথক হয়ে যেতেন তখন ব্যাকুল হয়ে যেতেন, এরা দিদাদের মুস্তফা দ্বারা কখনো পরিতৃপ্ত হতেনই না। এক আনসার সাহাবি رَضِیَ اللهُ عَنْہُ ছিলেন, একদিন তিনি রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলেন আর বললেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আল্লাহ পাকের শপথ! আমি আপনাকে নিজের প্রাণ, নিজের সন্তানাদি, নিজের পরিবার (Family) এবং নিজের সম্পদের চেয়েও বেশি ভালোবাসি, যদি আপনার দরবারে উপস্থিত হতে না পারি, দিদারের সুধা পান করা নসিব না হয় তো এমন মনে হয় যেনো আমি মরেই যাবো। (শুয়াবুল ঈমান, খন্ড: ২, পৃ: ১৩১, হাদিস: ১৩৮০)

          سُبْحَانَ الله! এটা হলো সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর ইশকে রাসূলের ধরন...!! এসব ব্যক্তিত্বগণ কখনো প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দিদারে পরিতৃপ্ত হতেনই না।

 

আমীরে আহলে ও নবীপ্রেম

          سُبْحَانَ الله! সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর ফয়যানে আমীরে আহলে সুন্নাতেরও এই ইশকে রাসূলের সেই সৌভাগ্য নসিব হয়েছে * তিনি তাঁর দেশে থাকেন তো মদীনার স্মরণে ত্রুন্দন করেন * মদীনা শরীফে পৌঁছে যায় তো মদীনায় আগমনে ব্যাকুল হয়ে উঠেন * যখন মদীনা শরীফ থেকে বিদায়ের সময় হয় তখন দেয়ালগুলোকে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সাহাবায়ে কেরাম ও প্রেরণার অবস্থা

          প্রিয় ইসলামী ভাইয়েরা! সাহাবায়ে কেরামদের عَلَیْہِمُ الرِّضْوَان ইশকে রাসূলের যেই অমূল্য দৌলত অর্জিত ছিলো, সেটার একটি সুন্দর দিক হলো সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর প্রেরণার অবস্থা। অর্থাৎ সাহাবায়ে কেরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان নবীপ্রেমের সেই উচ্চ মর্যাদায় আসীন হয়েগিয়েছিলেন যে, নবীপ্রেম তাঁদের স্বভাবের অংশ হয়ে গিয়েছিলো, তাঁদের এই অবস্থা ছিলো তাঁরা রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যেই ধরন অবলোকন করতেন, সেটার উপরও সেই