Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Rasool

          এটাই হলো সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর নবীপ্রেম। এটা থেকে প্রতীয়মান হয় যে, ইশকে রাসূল সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর স্বভাবে পরিণত হয়ে গিয়েছিলো এবং সেই সৌভাগ্যবানরা ফানা ফির রাসূলের মর্যাদায় আসীন হয়ে গিয়েছিলেন।

 

আমীরে আহলে সুন্নাত ও প্রেরণার অবস্থা

          এখন আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর ইশকে রাসূলের অবস্থা দেখুন! سُبْحَانَ الله! আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এরও সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ এর ভালোবাসার ফয়যান নসিব হয়েছে, তাঁকেও দেখা গেছে যে তিনি রেওয়ায়েতের মধ্যে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অবস্থাদির ব্যাপারে পড়েন তো সেই অবস্থা জারী হয়ে যায়।

          ১৪৪১ হিজরির কথা, রবিউল আওয়ালের মাস ছিলো, রবিউল আওয়ালে আমীরে আহলে সুন্নাত ১২ রবিউল আওয়াল শরীফের নিসবতে ১২টি মাদানী মুযাকারা করেন, সেই বছর মাদানী মুযাকারার পূর্বে আমীরে আহলে সুন্নাত সংক্ষিপ্ত বয়ান করেন, তাঁর সেই বয়ানগুলো লিখিত আকারে শানে মুস্তফার ১২টি বয়ান নামে মাকতাবাতুল মদীনায় পাওয়া যেতে পারে।

          এসব মাদানী মুযাকারার মধ্যে আমীরে আহলে সুন্নাত একদিন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মা-বাবার জীবনী নিয়ে বয়ান করেছেন, এতে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মা-বাবা (হযরত আব্দুল্লাহ ও হযরত আমিনা رَضِیَ اللهُ عَنْہُمَا) এর শান ও আযমত বর্ণনা করেছেন, এরই মাঝে তিনি একটি ঘটনা বর্ণনা করলেন, যেটার সারাংশ কিছুটা এরকম ছিলো

          প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বয়স মুবারক ৫ অথবা ৬ বছর ছিলো, হযরত আমিনা رَضِیَ اللهُ عَنْہَا নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সাথে নিয়ে মদীনায়ে মুনাওয়ারায় তাশরিফ নিলেন, সেখান থেকে ফিরে আসার পথে আবওয়া নামক স্থানে হযরত আমিনা رَضِیَ اللهُ عَنْہَا ইন্তেকাল করেন, হযরত বিবি আমিনা رَضِیَ اللهُ عَنْہَا অসুস্থ ছিলেন, এই অসুস্থতার মধ্যে তাঁর কলিজার টুকরো, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর প্রিয় আম্মাজানের মাথা টিপে দিয়ে দিয়ে এবং সাথে কান্না করে করে যাচ্ছিলেন, নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চক্ষু মুবারক দিয়ে অশ্রু বের হয়ে হযরত আমিনা
رَضِیَ اللهُ عَنْہَا এর চেহারা মুবারকে এসে পড়লো।

(শানে মুস্তফার উপর ১২টি বয়ান, ৭-৮ পৃ:, মিরাতুল মানাজিহ, খন্ড: ২, পৃষ্ঠা: ৫২৩)

          আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ যখনই এই অংশটি বয়ান করলেন, নিজের প্রাণ থেকে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চক্ষু মুবারক থেকে নির্গত হওয়া অশ্রুর আলোচনা করলেন তখন আমীরে আহলে সুন্নাত আবেগপ্রবণ হয়ে গেলেন, যদিওবা এই ঘটনা শতবছর পূর্বে সংগঠিত হয়েছিলো কিন্তু একজন সত্যিকার আশিকে রাসূল তাঁর প্রিয় নবী, হুযুর
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুঃখের ঘটনা বর্ণনা করছিলেন, অন্তরকে নিয়ন্ত্রণ রাখতে পারলেন না,