Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Rasool

সাহাবায়ে কেরামদের ভালোবাসার ফয়যান

          প্রিয় ইসলামী ভাইয়েরা! সাধারণত প্রত্যেক সুন্নী সহীহুল আকিদা মুসলমানই আশিকে রাসূল কিন্তু আমীরে আহলে সুন্নাতের ইশকে রাসূলের ধরন একটু অন্যরকম, আমাদের আক্বা ও মাওলা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সবচেয়ে বেশি সাহাবায়ে কেরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان ভালোবেসেছেন, আমীরে আহলে সুন্নাতের পবিত্র জীবনকে একটু কাছে থেকে দেখুন তো বুঝতে পারবেন যে তাঁর ভালোবাসার ধরনের মধ্যে সাহাবায়ে কেরামগণের عَلَیْہِمُ الرِّضْوَان যথেষ্ট পরিমাণ ফয়যান নসিব হয়েছে।

 

সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان ও রাসূলে পাকের অনুসরণ

          উদাহরণস্বরুপ সাহাবায়ে কেরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে যেই ধরনের ভালোবাসতেন, সেটার মৌলিক নমুনা এটা ছিলো যে সাহাবায়ে কেরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ চোখ বন্ধ করে রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুসরণ করতেন। * আপন মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কার্যাদি সমূহ গভীর মনযোগ সহকারে দেখা, সেগুলো নিজেদের মধ্যে বাস্তবায়ন করা * নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কিভাবে উঠতেন? * কিভাবে বসতেন? * কিভাবে আহার করতেন? * কিভাবে পান করেন? * কিভাবে হাঁটতেন? * কিভাবে ঘুমাতেন? মোটকথা ইবাদত থেকে শুরু করে স্বভাব মুবারক পর্যন্ত এবং স্বভাব থেকে শুরু করে মেজাজ মুবারক পর্যন্ত, প্রতিটি জিনিসকে গভীর মনযোগ সহকারে দেখা এবং সেগুলোর উপর ভরপুর চেষ্টা করা সাহাবায়ে কেরামগণের رَضِیَ اللهُ عَنْہُمْ ইশকের ধরন ছিলো।

 

          একবার এক সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ রঙিন চাদর গায়ে দিয়ে দিয়েছিলো (হয়তো এমন রঙিন ছিলো, যেটা পরিধান করা পুরুষদের জন্য জায়িয নেই) তো রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেটা দেখে বললেন: এটা কি? ব্যস নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এতটুকু বলতে দেরী, ঐ সাহাবি বুঝে গেলেন যে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم চাদরটিকে অপছন্দ করেছেন, তৎক্ষণাৎ ঘরে আসলেন আর সেই চাদরটি নিজে থেকে দূরীভূত করলেন।

(আবু দাউদ, কিতাবুল লিবাস, বাবু ফিল হুমরাতি, ৬৪০ পৃ:, হাদিস: ৪০৬৮)

 

          একইভাবে সাহাবায়ে কেরামগণের عَلَیْہِمُ الرِّضْوَان জীবনী পড়েন তো এক একটি এমন আশ্চর্যকর ঘটনা, যা দ্বারা বিবেক হতভাগ হয়ে যায় যে এই পবিত্র ব্যক্তিত্বগণ কিভাবে আপন আক্বা ও মাওলা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুসরণ করতেন।