Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Rasool

পাকের দরবারে
رَبِّ سَلِّمْ! رَبِّ سَلِّمْ! বলে আরয করবেন হে আল্লাহ! আমার উম্মত যেনো নিরাপদে পার হয়ে যায়। (মুসলিম, কিতাবুল ঈমান, বাবু আদনা আহলুল জান্নাহ মনযিলা ফিহা, ৯৬ পৃ:, হাদিস: ১৯৫) সেখানেও দোয়া করা হবে, ওখানেও দোয়া করা হবে যে, এইভাবে সুপারিশ করবেন। এইভাবে রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুগ্রহ এতো যে আমরা গণনা করে শেষ করতে পারবে না, এসব অনুগ্রহসমূহ স্মরণ করতে থাকার দ্বারাও ভালোবাসা বৃদ্ধি পাবে। (ইশকে রাসূল বাড়ানে কি তরিকা(মলফুযাতে আমীরে আহলে সুন্নাত, পর্ব: ১১৪, পৃ: ১-২)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          আল্লাহ পাক আমাদেরকে বর্তমান সময়ের এই পীরে কামিল, সত্যিকার আশিকে রাসূল অর্থাৎ শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর সাথে সম্পৃক্ত হওয়ার, তাঁর ফয়যান অর্জন করার ও তাঁর সদকায় ইশকে রাসূলের দৌলত নসিব হওয়ার তাওফিক দান করুক।

اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم