Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Rasool

মুস্তফা জানে রহমত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পেরেশানের অবস্থা বর্ণনা করতে গিয়ে আমীরে আহলে সুন্নাত প্রচন্ড আবেগপ্রবণ হয়ে গেলেন এবং তিনি হুহ হুহ করে কান্না করতে লাগলেন।

          এইভাবে আমীরে আহলে সুন্নাত কয়েকবছর পূর্বে একটি বয়ান করছিলেন, এই বয়ানটিও লিখিত আকারে ভয়ানক উট নামে মাকতাবাতুল মদীনায় পেতে পারেন। এই বয়ানের মধ্যে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর তায়িফে সফরের কথা বর্ণনা করেছেন, খুবই প্রসিদ্ধ ঘটনা, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নেকীর দাওয়াত দেয়ার জন্য তায়েফ তাশরিফ নিয়ে ছিলেন কিন্তু আফসোস! তায়িফবাসী রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সত্য পয়গাম গ্রহন করার পরিবর্তে, সেই পাপিষ্টরা নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর পাথর নিক্ষেপ করা শুরু করে দিলো!

          এই বেদনাদায়ক ঘটনা বর্ণনা করতে গিয়েও আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আবেগপ্রবণ হয়ে গেলেন, তিনি অনেকক্ষণ ধরে কান্না করতে রইলেন এবং এসময় তিনি যেই ব্যথাভরা শব্দাবলি বলেছেন, আপনারা শুনেন! তিনি বললেন: আহ! সে যালিম যুবক (অর্থাৎ তায়িফের দুষ্ট বালকরা) আমার চোখের শীতলতা এবং অন্তরের প্রশান্তি, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কাছে এসে গেলো আর তালি দিতে লাগলো, বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে পিছে ধাওয়া করতে লাগলো, এক এক করে সেই যালিমরা পাথর নিক্ষেপ করতে থাকে এবং দেখতে দেখতেই... হায়! শতকোটি আফসোস! নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শরীর মুবারকের উপর পাথর আসা শুরু করলো, হায় আফসোস! সাগে মদীনা عُفِىَ عَنْه যদি ঐসময় সৃষ্টি হয়ে ঈমান আনয়ন করতাম...হায়! দিওয়ানা... পাগল... উন্মাদের মতো করে ঐসকল পাথরগুলো নিজের শরীরে নিতাম। (ভয়ানক উট, ১২ পৃ:, সামান্য পরিবর্তন সহকারে)

 

          এই শব্দাবলি বলার পর আমীরে আহলে সুন্নাত আবেগপ্রবণ হয়ে গিয়েছিলো এবং তিনি মুস্তফার ধ্যানের মধ্যে অশ্রু প্রবাহিত করেছিলেন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাহাবায়ে কেরামের সাথে সম্পর্ক

          প্রিয় ইসলামী ভাইয়েরা! সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ এর নবীপ্রেমের আরও একটি দিক শোনোন! সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর এটাও অনেক অনন্য ও সুন্দর ধরন ছিলো যে তাঁরা নিজেদের খুশি ও পেরেশানের সময় প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে অংশিদার করতেন, তাঁদের জন্য কোন খুশি ততক্ষণ পর্যন্ত খুশিই হতো না, যতক্ষণ রাসূলে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাতে অংশিদার হতেন না। * হযরত বিবি উম্মে সুলাইম رَضِیَ اللهُ عَنْہَا একজন সাহাবিয়্যা, প্রসিদ্ধ সাহাবিয়ে রাসূল হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ এর ছোট ভাই হযরত আব্দুল্লাহর যখন জন্ম হলো, অথচ তাঁর বেলাদত রাতে হয়েছিলো কিন্তু হযরত উম্মে সুলাইম رَضِیَ اللهُ عَنْہَا এর