Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Rasool

 

সেই ইলইয়াস যে দ্বীনের খিদমতে মশগুল রয়েছে

          এক পীর সাহেব খুবই বিনয়ি, তাকওয়া ও পরহেযগার সম্পন্ন বুযুর্গ ছিলেন, তাঁর এক একনিষ্ট মুরিদের বর্ণনা: একদিন তিনি নিকটে ডাকলেন আর বললেন: রাতে ঘুমালাম তো আমার ভাগ্য চমকে উঠলো, কি দেখলাম আমার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাশরিফ এনেছেন এবং তিনি কোন সৌভাগ্যবানকে নিজের কোলে খুবই ভালোবাসা দিয়ে ঢেকে রেখেছেন। আমি আরয করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনার সান্নিধ্যে এই সৌভাগ্যবান ব্যক্তিটি কে? আমার আরয শুনে রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুখে মুচকি হাসি ফুটে উঠলো আর বললেন: এ হলো আমার দিওয়ানা ইলইয়াস আত্তার কাদেরীর পিতা, সেই ইলইয়াস যে দ্বীনে ইসলামের খিদমতে মশগুল রয়েছে।

          সেই পীর সাহেবের একনিষ্ট মুরিদদের বর্ণনা হলো ঐ স্বপ্নের পর আমাদের পীর সাহেবের অন্তরে শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত মাওলানা ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর সাথে সাক্ষাত করার খুবই আগ্রহ হলো এবং আমীরে আহলে সুন্নাতের প্রতি তাঁর ভালোবাসা কিছুটা এমন হয়ে গিয়েছিলো যে কেউ মুরিদ হওয়ার জন্য উপস্থিত হলে তাকে বলতেন: মুরিদ হতে চাও তো যাও ইলইয়াস কাদেরীর মুরিদ হও...!!

          একইভাবে কোন আত্তারী অর্থাৎ আমীরে আহলে সুন্নাতের মুরিদের সাথে সাক্ষাত হলে তাঁর মাধ্যমে দোয়া করাতেন, একদিন ভালোবাসা ও আন্তরিকতার খাতিরে নিজের মুরিদদের বললেন: আমি তো স্বয়ং নিজে আমীরে আহলে সুন্নাতের ফকির। (ইবতিদায়ি হালাত, পর্ব: ২, পৃষ্ঠা: ১৮)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর সংক্ষিপ্ত পরিচিতি

          প্রিয় ইসলামী ভাইয়েরা! শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর মুবারকময় জন্ম ২৬ রমযানুল মুবারক ১৩৬৯ হিজরি মোতাবেক ১২ জুলাই, ১৯৫০ সালে রোজ বুধবার পাকিস্তানের প্রসিদ্ধ শহর করাচিতে মাগরিবের কিছুক্ষণ পূর্বে হয়েছে
* তাঁর উপনাম: আবু বিলাল আর তাখাল্লুস (অর্থাৎ সকলের নিকট পরিচিত নাম:) আত্তার * আমীরে আহলে সুন্নাত শৈশবকাল থেকেই অনেক সহজ-সরল প্রকৃতির ছিলেন, তাঁর এলাকাবাসী যারা তাঁকে ছোটবেলা থেকে চিনতেন, তাদের বর্ণনা হলো ছোটবেলায়ও কেউ তাঁকে ধমক দিলে অথবা প্রহার করলে তার প্রতিশোধ নেয়ার চেষ্টা করতেন না বরং চুপ থাকতেন আর ধৈর্যধারণ করতেন, আমরা তাঁকে ছোটবেলায়ও কাউকে মন্দ বলতে শুনিনি অথবা কারো সাথে ঝগড়া করতে দেখিনি
* আমীরে আহলে সুন্নাত যিনি যৌবনকাল থেকেই ইলমে দ্বীনের অলংকার দ্বারা সজ্জিত হয়ে গিয়েছিলেন। তিনি ইলমে দ্বীন অর্জন করার মাধ্যমে কিতাব অধ্যয়ন ও ওলামায়ে কেরামের সংস্পর্শ অবলম্বন করেছেন। এই ধারাবাহিকতায় তিনি লাগাতার ২২ বছর মুফতিয়ে আযম পাকিস্তান হযরত আল্লামা মুফতি ওয়াকার উদ্দীন কাদেরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বরকতময় সংস্পর্শে