Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Rasool

 

নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে আমীরে আহলে সুন্নাতের সম্পর্ক

          এখন এই প্রসঙ্গে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর ইশকে রাসূলের অবস্থা দেখুন! এক্ষেত্রেও তাঁর সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর খুব ফয়যান অর্জিত রয়েছে।

          আপনাদেরকে একটি আশ্চর্যকর কথা বলবো, হয়তো আপনারা অন্য কারো ব্যাপারে এরকম কথা শুনেননি। আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর বিবাহের সময় ছিলো, তিনি তাঁর বিবাহের সর্বপ্রথম দাওয়াতনামা কাকে পাঠিয়েছিলেন? মদীনা মুনাওয়ারায় বসবাসকারী এক ইসলামী ভাই ছিলো, আমীরে আহলে সুন্নাত তাঁর বিবাহের প্রথম দাওয়াতনামা তাকে পাঠিয়েছেন, এই দাওয়াতনামা তার নামে ছিলো না বরং সেই দাওয়াতনামা ছিলো নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জন্য, আমীরে আহলে সুন্নাত মদীনায়ে পাকে বসবাসকারী ইসলামী ভাইকে পাঠিয়েছেন, তিনি আমীরে আহলে সুন্নাতের পক্ষ থেকে সোনালী জালীর সামনে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আলীশান দরবারে পেশ করলেন।

(সুন্নাতি বিবাহ, পর্ব: ৩, পৃ: ২০-২১)

 

          سُبْحَانَ الله! কেমন ভালোবাসা। আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ নিজে বলেন: বিবাহের সময় এই চিন্তাধারাটি আমার উপর এক আশ্চর্যকর অবস্থার সৃষ্টি করছিলো যে আমি রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে দাওয়াত আরয করেছি, দেখুন! এখন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কখন দয়া করবেন আর কখন তাশরিফ আনবেন। এই একক চিন্তাধারার বরকতে বিবাহের নিকটবর্তী সময় (যেটাতে সাধারণত মানুষকে উদাসিনতায় পতিত করে দেয়, اَلْحَمْدُ لِلّٰه!) খুবই বিচক্ষণতার সাথে সময়টি অতিবাহিত করার সৌভাগ্য অর্জন হয়েছে।

          سُبْحَانَ الله! আমীরে আহলে সুন্নাতের কেমন শান...!! কেমন অসম্ভব নবীপ্রেম...!!

          অবশেষে আসুন! আমীরে আহলে সুন্নাতের নিজ মুখে অন্তরের মধ্যে ইশকে রাসূল বৃদ্ধি করার পদ্ধতি শ্রবণ করি:

 

ইশকে রাসূল বৃদ্ধি করার পদ্ধতি

          একবার মাদানী মুযাকারার মধ্যে আমীরে আহলে সুন্নাতের নিকট প্রশ্ন করা হলো: হৃদয়ে নবীপ্রেম কিভাবে বৃদ্ধি করা যায়? এটির উত্তরে তিনি বললেন: নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর অধিকহারে দরূদে পাক পাঠ করা ইশকে রাসূল বৃদ্ধি করার সর্বোত্তম মাধ্যম। এবং এটি যে রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদের উপর যেই অনুগ্রহ করেছেন সেগুলো স্মরণ করতে থাকাটাও নবীপ্রেম বৃদ্ধি করে থাকে, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উম্মতের মাগফিরাতের জন্য কান্না করতেন (মুসলিম, কিতাবুল ঈমান, বাবু দোয়াউন নবী লি উম্মতি, ১০০ পৃ:, হাদিস: ২০২) অথচ কে অন্যের জন্য কান্না করে! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের জন্য কান্না করেননি, বরং আমাদের জন্য কান্না করতেন। اِنْ شَآءَ الله কবরেও তার সঙ্গ মিলবে, তাঁর দয়া থাকে তো সাকারাতের সময় দিদার দিবেন, এই পর্যন্ত যে কিয়ামতের দিন পুলসিরাত দিয়ে উম্মত পার হবে আর তিনি আল্লাহ