Ameer e Ahl e Sunnat Ka Ishq e Rasool

Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Rasool

আমীরে আহলে সুন্নাত ও রাসূলে পাকের অনুসরণ

          বর্তমানের এই যুগে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পবিত্র জীবনকে দেখুন! বর্তমান এই ফ্যাশনের যুগে যেই অটলতা, স্থায়ীত্ব, আগ্রহ ও স্পৃহা এবং ভালোবাসা ও আন্তরিকতার সাথে আমীরে আহলে সুন্নাত নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাতগুলো পালন করছেন, তাঁর উদাহরণ হয়তো বর্তমান সময়ে আর কোথাও অন্য কাউকে পাওয়া যাবে না * বাবড়ি রাখা সুন্নাত * পাগড়ী বাঁধা সুন্নাত, তিনি নিজেই পাগড়ি পরিধান করেন, লাখো মুসলমানের মাথায় পাগড়ি সাজিয়েছেন, এইভাবে অন্যান্য সুন্নাতসমূহের দিকে তাকান তো! * খাবারের সুন্নাত * পান করার সুন্নাত * শয়ন করার সুন্নাত * ঘুম থেকে জাগ্রত হওয়ার সুন্নাত * ঘরে আসা যাওয়ার সুন্নাত * সফরে যাওয়ার সুন্নাত, মোটকথা বিভিন্ন ধরনের হাজারো সুন্নাতের উপর আমীরে আহলে সুন্নাত শুধুমাত্র না নিজে আমল করেন বরং তিনি লাখো মুসলমানকে এসব সুন্নাতের উপর আমলকারীও বানিয়ে দিলেন, তাঁর পবিত্র জীবনকে একটু কাছে থেকে দেখুন তবে অনুধাবন করতে পারবেন যে তিনি সুন্নাতের জীবন্ত প্রতিচ্ছবিই নয় বরং স্বয়ং নিজেকেই সুন্নাতে মুস্তফার মধ্যে বিলীন করে দিয়েছেন * যদি শান্তমনে পর্যবেক্ষণ করা হয় তবে হাজারো সুন্নাত এমন দৃষ্টিগোচর হবে, যেসব সুন্নাত সমূহকে বর্তমান যুগে মানুষ ভুলে গেছে, আমীরে আহলে সুন্নাত সেগুলোকে জীবিত করার সৌভাগ্য অর্জন করেছেন * মিসওয়াক করা সুন্নাত, বর্তমান সময়ে এই সুন্নাতটিকে আমীরে আহলে সুন্নাত জীবিত করেছেন। বর্তমান দুনিয়াতে বিভিন্ন ধরনের দিবস পালন করা হয়ে থাকে, বিভিন্ন উৎসব পালন করা হয়, কখনো কেউ সুন্নাতের চর্চা করার, সুন্নাতের ব্যাপক প্রচার প্রসার করার লক্ষ্যে সাপ্তাহিক মিসওয়াক দিবস বানিয়েছেন, হয়তো ইতিহাসের মধ্যে এমন কোন দৃষ্টান্ত পাওয়া যাবে না। আমীরে আহলে সুন্নাত হলেন সেই প্রথম ব্যক্তি যিনি সুন্নাতের খেদমতের জন্য সাপ্তাহিক মিসওয়াক দিবস ধুমধামের সাথে উদযাপন করেছেন। * একইভাবে আরও অনেক এমন সুন্নাত রয়েছে যেগুলোর ব্যাপারে সাধারণ মানুষ জানে না যে এগুলোও সুন্নাত কিন্তু আমীরে আহলে সুন্নাত, তিনি এসব সুন্নাতের উপর স্বয়ং নিজে তো বছরের পর বছর আমল করছেন, এর সাথে সাথে অন্যদেরকেও এগুলোর উপর আমল করার উৎসাহ প্রদান করে থাকেন।

 

          যেসব সৌভাগ্যবানদের আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর সাথে খাবার খাওয়ার সৌভাগ্য অর্জিত হয়েছে, তারা জানে যে আমীরে আহলে সুন্নাত খাওয়ার পূর্বে কিছু ভালো নিয়্যত করিয়ে থাকেন, সুন্নাতের অনুসরণের নিমিত্তে প্রথম লুকমা ঠিক ডান (অর্থাৎ Right Side) দিকের দাঁত দিয়ে চাবানো শুরু করবো।

 

          ! الله ! الله সাধারণ লোকদের মধ্যে হয়তো কয়েকজনের জানা আছে যে এটাও একটি সুন্নাত কিন্তু কুরবান হয়ে যান! আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর ইশকে রাসূলের উপর...!! একটু চিন্তা করে দেখুন! খাবার খাওয়ার সময় কিভাবে বসতে হয়? লুকমা কিভাবে ভাঙ্গতে হয়? এই পর্যন্ত যে খাবারের প্রথম লুকমা কোন দিকের দাঁত দিয়ে চিবিয়ে খেতে হয়? যা আমীরে আহলে সুন্নাত এক্ষেত্রেও সুন্নাতের অনুসরণ করেন, তা অন্যান্য ইবাদত ও রিয়াযত ইত্যাদির ক্ষেত্রে কী পরিমাণ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুসরণ করেন।