Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Rasool

অবস্থার সৃষ্টি হতো যেমন যখন তাঁরা প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে মুচকি হাসতে দেখতেন তখন তাঁদের চেহারার মধ্যেও অনিচ্ছায় মুচকি হাসি ফুটে উঠতো, একইভাবে যখন তাঁরা রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চোখ মুবারকে অশ্রু দেখতেন তখন তাঁদের চক্ষু দিয়েও অজান্তে পানি বের হওয়া আরম্ভ হয়ে যেতো।

          রেওয়ায়েতের মধ্যে রয়েছে: একবার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সফরে ছিলেন, সাহাবায়ে কেরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ তাঁর সাথে ছিলেন, সফরের মাঝে নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অতিত্রুম করার জায়গা আবওয়া আসলো (আবওয়া হলো সেই জায়গা যেখানে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সম্মানীত আম্মাজান হযরত আমিনা رَضِیَ اللهُ عَنْہَا এর মাযার মুবারক রয়েছে) সেই স্থানে পৌঁছে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আবেগপ্রবণ হয়ে গেলেন এবং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চক্ষু মুবারক দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো, ব্যস নবীয়ে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চোখ মুবারক দিয়ে পানি বের হতে দেরী ছিলো সাহাবায়ে কেরামগণও
عَلَیْہِمُ الرِّضْوَان কান্না করা শুরু করে দিলেন।

 

          হে আশিকানে রাসূল! এখানে যেই বিষয়টি নোট করতে হবে, তা হলো সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ কান্না করছিলেন কিন্তু তাঁরা এটা জানতো না যে তাঁরা কেনো কান্না করছে, যথারীতি রেওয়াতের শব্দাবলি হলো, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: فَبَکَیْنَا لِبُکَائِہٖ অর্থাৎ যেহেতু নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم চক্ষু মুবারক থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিলো, ব্যস এই কারণেই আমরাও কান্না করছিলাম, পরবর্তীতে যখন এই আবেগপ্রবণতা শেষ হলো তখন রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন যে এই সামনের কবরটি যেটার পাশে তোমরা আমাকে দেখেছো, এটি আমার আম্মা হযরত আমিনা বিনতে ওয়াহাবের কবর (আমি আমার আম্মার স্মরণে কান্না করছিলাম)।

(মুসান্নাফ আব্দুর রাজ্জাক, কিতাবুল জানায়িয, বাবু ফি যিয়ারাতিল কুবুর, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩৮০, হাদিস: ৬৭৪৩)

 

          ! الله ! الله প্রিয় ইসলামী ভাইয়েরা! সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর নবীপ্রেমের অবস্থা দেখুন! বানোওয়াটিভাবে হাসা সহজ কিন্তু না জানা কোন বিষয়ে কান্না করা সহজ নয়, অনেক সময় বান্দা পেরেশান অবস্থায় থাকে, সে চায় যে আমার চোখের পানি বের হোক যাতে আমার হৃদয়ের বোঝা হালকা হয়ে যায় কিন্তু অশ্রু বের হয় না, অর্থাৎ কান্না করাটা সহজ হয় না কিন্তু সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ এর নবীপ্রেমের প্রতি কুরবান হয়ে যান! সাহাবারা কান্না করছেন, তাঁদের চক্ষু দিয়ে টপ টপ করে অশ্রু ঝড়ছে, কেনো বের হচ্ছে? সেটার কোন অন্য কারণ নেই, কারণ তো শুধু এটাই যে তাঁদের প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চোখে পানি।