Book Name:Achy Amaal Ki Barkatein

ষড়যন্ত্র করে কারো সফলতায় প্রতিবন্ধক না হওয়া, * কারো খারাপ দিক মানুষের মাঝে প্রসার করে তার দূর্নাম না করা, কেননা আজ আমরা কারো সাথে যেমন আচরণ করবো কাল তা আমার সাথেও হতে পারে। এর পরিবর্তে যদি আমরা প্রত্যেকের সম্মানের প্রতি সজাগ থাকি, প্রত্যেক আমানত সংরক্ষণ করি এবং সময়মত ফিরিয়ে দিই, প্রত্যেকের সাথে সত্য কথা বলি, প্রত্যেককে সম্মান করি, প্রত্যেকের ব্যাপারে সু-ধারণা পোষণ করি, প্রত্যেকের কল্যাণ কামনা করি তবে তা দূরবর্তী নয় যে, আমাদের সাথেও প্রত্যেকে এরূপই করতে থাকবে। মনে রাখবেন! যেমনিভাবে মন্দ আমল বান্দার মাঝে মন্দের দরজা খুলে দেয়, তেমনিভাবে উত্তম আমল উত্তম কাজের অনেক অবস্থা সৃষ্টি করে দেয় এবং পরিশেষে উত্তম আমলের প্রতিদান অবশ্যই অর্জিত হয়।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

প্রতিদিন উত্তম আমল করার উপায়!

          প্রিয় ইসলামী ভাইয়েরা! জীবনের কোন ভরসা নেই, এই সময়কে গনিমত মনে করে নেকীর মাধ্যমে নিজের আখিরাত উত্তম বানানোতে লেগে যাওয়া উচিৎ, নিশ্বাসের মালা জানিনা কখন হঠাৎ ছিড়ে যায়, আল্লাহ না করুক যদি আমরা গুনাহ থেকে তাওবা করার সময়ও না পাই তবে আমাদের আখিরাত নষ্ট হয়ে যাবে। সুতরাং আমাদেরও নিজের আখিরাতকে উত্তম বানানোর জন্য প্রতিদিন কিছু না কিছু উত্তম আমল করার লক্ষ্য (Target) বানিয়ে নেয়া উচিৎ, যাতে নেক আমলের অভ্যাস হয়ে যায়। এর সহজ পদ্ধতি হলো যে, ভাল ভাল নিয়্যত সহকারে নেক আমল পুস্তিকার উপর আমল এবং প্রতিদিন ফিকরে মদীনার (চিন্তা ভাবনা) মাধ্যমে নেক আমল পুস্তিকা পূরণ করুন। اَلْحَمْدُ لِلّٰه নেক আমল প্রতিদিন নেকী অর্জনের ঐ মহান মাদানী ব্যবস্থাপনা, যার মাধ্যমে সকাল থেকে রাত ঘুমানো পর্যন্ত উত্তম আমল করার অসংখ্য সুযোগ অর্জিত হয়, শায়খে তরিক্বত আমীরে-আহলে-সুন্নাত হযরত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রদত্ত ৭২ টি নেক আমলের মধ্যে ৩১ নম্বর নেক আমল হল: আজকে কি আপনি এই সুন্নাতগুলোর প্রতি আমল করেছেন? (মেসওয়াক করা, ঘরে আসা-যাওয়া, শয়ন জাগরণ, কেবলার দিকে মুখ করে বসা ইত্যাদি) উক্ত নেক আমলের প্রতি আমলের বরকতে আমরা অনেকগুলো সুন্নাতের অনুসারী হয়ে যাব।

          মনে রাখবেন! শয়তান কখনোই এটা চাইবে না যে, আমরা নেক আমলের উপর আমল করে সারা দিনে এত বেশি নেকী করতে সফল হয়ে যাই, সে এই নেক কাজে বাঁধা দেয়ার জন্য লাখো চেষ্টা করবে, বিভিন্ন ধরনের কুমন্ত্রণায় যেমন; “আমি অনেক ব্যস্ত”, “এত সময় কোথায়?”, “কাল থেকে করবো” ইত্যাদিতে লিপ্ত করে বিপথগামী করার চেষ্টা করবে। যদি আমরা এই কুমন্ত্রণার প্রতি মনযোগ না দিয়ে নেক আমলের উপর কিছুক্ষণের জন্য ভাবি তবে সম্ভবত আশ্চার্য হয়ে যাবো যে, যেই নেক আমলের উপর আমল করা কঠিন (Difficult) মনে