Book Name:Achy Amaal Ki Barkatein

হয়, তার উপর আমল করা তো খুবই সহজ, কেননা আমাদের প্রতিদিন ৭২টি মাদানী ইনআমাদের উপর আমল করতে হবে না বরং প্রতিদিন যে সকল নেক আমলের উপর আমল করতে হয়, তার তিনটি স্তর রয়েছে। প্রথম ও দ্বিতীয় স্তর হলো ১৭টি ১৭টি করে এবং তৃতীয় স্তর শুধুমাত্র ১৬টি নেক আমল সম্বলিত। এছাড়াও ৮টি নেক আমল এমন, যার উপর সপ্তাহে শুধুমাত্র একবারই আমল করতে হয়, ৬টি নেক আমল এমন, যার উপর মাসে শুধুমাত্র একবার আমল করতে হয় এবং ৮টি নেক আমল এমন, যার উপর ১২ মাসে শুধুমাত্র একবার আমল করতে হয়।

          মহান আল্লাহ পাক আমাদেরকে নিয়মিত নেক আমলের পুস্তিকা পূরণ করার এবং নিয়মিত প্রতি মাসে নিজ জিম্মাদারকে জমা করানোর তৌফিক দান করুন। আমীন

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

পরিবহন যোগাযোগ বিভাগ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর অধীনে বিভাগসমূহের মধ্যে "পরিবহন যোগাযোগ বিভাগ" ও অন্তর্ভুক্ত, এই বিভাগের কাজ হলো এয়ারলাইন্স, বিমানবন্দর, রেলপথ, গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন, পণ্য স্টেশন এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন স্ট্যান্ডস (যেমন বাস, ট্রাক, ট্যাক্সি, মোটরসাইকেল এবং সাইকেল স্ট্যান্ড, সব ধরণের ওয়ার্কশপ, খুচরা যন্ত্রাংশের দোকান ইত্যাদি) এবং মার্কেট এবং শোরুম (যেমন গাড়ি, রিকশা, মোটরসাইকেল, সাইকেল) এর সাথে সম্পৃক্ত ইসলামী ভাইদের মধ্যে আশিকানে-রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি বাণী প্রচার করা এবং দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত করে এই মাদানী উদ্দেশ্য, “আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে اِنْ شَآءَ الله অনুযায়ী জীবনযাপন করার মন মানসিকতা সৃষ্টি করা।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

ঘরে দ্বীনি পরিবেশ সৃষ্টি করার মাদানী ফুল

          প্রিয় ইসলামী ভাইয়েরা, বয়ানের শেষে আসুন! ঘরে দ্বীনি পরিবেশ সৃষ্টি করার মাদানী ফুল শুনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে দু'টি ফরমানে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم লক্ষ্য করুন: (১) তিনি বলেন: নিজেদের ঘরসমূহকে কবরস্থান বানিয়ো না, নিশ্চয়ই যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, সে ঘর থেকে শয়তান পলায়ন করে। (মুসলিম, কিতাবু সালাতিল মুসাফিরিন, পৃষ্ঠা: ৩০৬, হাদীস: ১৮২৪) (২) তিনি বলেন: যে ঘরে আল্লাহ পাকের যিকির করা হয় এবং যে ঘরে আল্লাহ পাকের যিকির করা হয় না, উভয়টির উদাহরণ জীবিত এবং মৃত ব্যক্তির ন্যায়। (বুখারী, কিতাবুদ দাওয়াত, ২২০/ ৪ হাদীস: ৬৪০৭) * ঘরে আসা যাওয়ার সময় উচ্চস্বরে সালাম দিন * মা অথবা বাবাকে আসতে দেখলে সম্মানপূর্বক