Book Name:Achy Amaal Ki Barkatein

ব্যবসা, বড় বড় ফ্ল্যাট, শস্য শ্যামল ক্ষেত এবং সুন্দর বাগান, এগুলো থেকে কিছুই কবরে সাথে যাবে না। বরং এগুলো সবই এখানে রয়ে যাবে।

 

উপদেশ মূলক বাক্য

          হযরত মুহাম্মদ বিন হুসাইন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি হযরত আবু মুয়াবিয়া আসওয়াদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে অর্ধরাতে দেখলাম যে, তিনি অনবরত কান্না করছেন এবং তার মুবারক মুখে এই উপদেশ মূলক বাক্য অব্যাহত ছিলো: * সাবধান! যে ব্যক্তি দুনিয়াকেই নিজের উদ্দেশ্য বানিয়ে নিলো এবং সর্বদা তা অর্জন করাতেই লেগে রইলো তবে কাল কিয়ামতের দিন তাকে অনেক বেশি দুঃখ ও কষ্টের সম্মুখীন হতে হবে। * যে ব্যক্তি আখিরাতে সংগঠিত ব্যাপারকে মনে রাখে এবং কিয়ামতের দিন সংগঠিত কঠোরতা ও হতাশার প্রতি সর্বদা দৃষ্টি রাখে তবে তার অন্তর দুনিয়ার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। * যদি তুমি চাও যে, তোমার আরাম ও প্রশান্তি এবং মহান নেয়ামত অর্জিত হোক তবে রাতে কম ঘুমাও এবং রাতে জাগ্রত থেকে ইবাদত করাকে নিজের অভ্যাসে পরিণত করো। * যখন তোমাকে কেউ উপদেশ দেয়, নেকীর দাওয়াত দেয় এবং মন্দ কাজ থেকে নিষেধ করে তবে তার দাওয়াত গ্রহণ করো। * তুমি তোমার পরবর্তী লোকদের রিযিকের চিন্তা করো না, কেননা তোমাকে তাদের রিযিকের জন্য বাধ্য করা হয়নি। * তুমি নিজেকে সেই মহান দিনের জন্য প্রস্তুত রাখো, যখন তোমায় আল্লাহ পাকের সামনাসামনি হতে হবে, তুমি তাঁর দরবারে উপস্থিত হবে, অতঃপর তোমাকে প্রশ্ন করা হবে, সেই কঠিন দিনের প্রস্তুতিতে সর্বদা নিজেকে লিপ্ত রাখো। * অধিকহারে নেক আমল করো এবং নিজের আখিরাতের ভান্ডারকে নেক আমলের দৌলত দ্বারা দ্রুত পরিপূর্ণ করার চেষ্টা করো। * অহেতুক ব্যস্ততা ছেড়ে দাও এবং মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নাও অন্যথায় পরবর্তিতে অনেক আফসোস করতে হবে। * যখন তোমার রূহ বের হতে থাকবে এবং গলা পর্যন্ত পৌঁছে যাবে, তখন তোমার সকল পছন্দনীয় জিনিস যা তুমি পছন্দ করতে সবই দুনিয়াতে রয়ে যাবে এবং তখন তোমার আক্ষেপের সীমা থাকবে না, সুতরাং সেইদিনের পূর্বেই আখিরাতের প্রস্তুতি নাও। (উয়ুনুল হিকায়াত, ১৫১ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

উত্তম আমলের প্রতিদান হলো জান্নাত

          হে আশিকানে আউলিয়া! আসলেই সৌভাগ্যবান সেই ব্যক্তি, যে এই নশ্বর দুনিয়ায় নেক আমলের আকৃতিতে চিরস্থায়ী আখিরাতের প্রস্তুতি নেয়, যদি আল্লাহ পাকের দয়া হয় তবে নেক আমলের বরকতে কবরও সজ্জিত হবে, আখিরাতেও তরী পার হবে এবং اِنْ شَآءَ الله হাস্যময় মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পেছনে পেছনে জান্নাতে প্রবেশ হয়ে যাবে।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد